জানুয়ারিতে হাওড়ায় অমিত শাহ’র জনসভা ! হেভিওয়েট নেতার দলবদলের সম্ভাবনা
কল্যাণ অধিকারী
নতুন বছর শুরুতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নবান্ন থেকে কিছুটা দূরে ডুমুরজলাতে সম্ভাব্য মেগা জনসভা অনুষ্ঠিত হবে। তৃণমূলের বড় মাপের কোন জননেতা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেবার সম্ভাবনা।
শনিবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা জনসভায় যোগদান করেন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী। এবার হাওড়ায় আসছেন তিনি। স্বভাবতই শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের বড় মাপের স্বচ্ছ ভাবমূর্তির নেতা শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন! সেক্ষেত্রে তিনি ‘কে’। তৃণমূলের সঙ্গে ডোমজুড় বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্ক টালমাটাল। সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসেছিলেন রাজীব-পার্থ। রফাসূত্র অধরাই। তবে কি অমিত শাহের হাত ধরেই বিজেপিতে ইনিংস শুরু করবেন এ প্রশ্ন ঘোরাঘুরি করছে।
জানুয়ারি মাসের ১২ তারিখ এ রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। তাঁর জনসভা অনুষ্ঠিত হবার সম্ভাবনা ডুমুরজলা স্টেডিয়ামে এমনটাই সূত্রের খবর। অমিত শাহ রাজ্যে জনসভা করলে চমক থাকে। হাওড়ার জনসভাতেও চমক নিশ্চয়ই থাকবে। সেক্ষেত্রে ক’জন সাংসদ ও বিধায়ক এবং কাউন্সিলর যোগদান করেন তার দিকে নজর রাজনৈতিক মহলের। এখনও জেলার বিজেপি কার্যকর্তারা এ বিষয় মুখ খোলেননি। মেদিনীপুরে জনসভার সপ্তাহখানেক আগেও রাজনৈতিক যোগদান নিয়ে নিরব ছিল বিজেপি নেতা ও কার্যকর্তারা৷ এবারও তেমনটা হতে চলছে।
ছবি সৌজন্যে PTI