‘ভোটের ময়দানে লড়াই হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে’ আমতার খড়দহে বিতর্কিত ব্যানার, চাঞ্চল্য

কল্যাণ অধিকারী

হাইলাইটস
❏ বিতর্কিত লেখা দিয়ে ব্যানার চাঞ্চল্য
❏ খড়দহ গ্রামের একাধিক এলাকায় ঝোলান হয়েছে
❏ উল্টোপাল্টা লোক উল্টোপাল্টা জিনিস করবে মন্তব্য প্রধানের

আমতা-১ ব্লকের খড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায় পড়ল একাধিক বিতর্কিত ব্যানার। যা নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। খড়দহ কালী মন্দির এলাকার পাশে এবং বাজার এলাকায় কে বা কারা বিতর্কিত ব্যানার লাগিয়ে দেয়। তাতে লেখা আছে ‘ভোটের ময়দানে লড়াই হবে, রাজনীতির মঞ্চে দেখা হবে’। ব্যানারে কোথাও কোন অনুগামীদের নাম নেই। কাজটা যে অনুগামীদের তা অনুমান করছে স্থানীয়রা। 

বিতর্ক যেন পিছু ছাড়ছে না। শুভেন্দু পরবর্তী পর্যায়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চার মাঝে এবার খড়দহ গ্রামে বিতর্কিত ব্যানার। এলাকায় জোর জল্পনা। কোন ব্যানারে লেখা ‘লকডাউনে দেখা নেই, আমফানে দেখা নেই, ভোট আসে ভোট যায়, জনগন চিরদিনই এপ্রিল ফুল হয়’। এই ধরণের কথাবার্তা একাধিক সময় শুভেন্দু অধিকারী বলেছিলেন। একই ধরণের পোস্ট দেখে অনুগামীদের কেউ এমনটা ঘটিয়ে থাকতে পারেন। আরও এক জায়গায় ব্যানারে লেখা রয়েছে ‘খুব ভালো লাগছে ভোটের সময় খড়দহ গ্রামকে মনে পড়েছে’। এই ধরনের ব্যানার দেখে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা জনসভায় যোগদান করেন মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী। তাঁর অনুগামীরাও দাদার দেখানো পথে হাঁটছেন। ডোমজুড় বিধানসভা এলাকায় বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যানার লাগানো হয়েছে। এবার আমতার খড়দহ এলাকায় বিতর্কিত লেখা দিয়ে একের পর এক ব্যানার লাগানো হয়েছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। 

খড়দহ গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতালি মেউড় বলেন, “ওরকম উল্টোপাল্টা লোক উল্টোপাল্টা জিনিস করবে। দেখিনি কে করেছে। নানারকম লোক থাকতে পারে। তবে যেই করুক না কেন বাজে কাজ করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *