মালদহে ভেসেল উল্টে বিপত্তি, গঙ্গায় ডুবলো পাথর বোঝাই ৮টি লরি, নিখোঁজ একাধিক ব্যাক্তি

কল্যাণ অধিকারী

হাইলাইটস
❏ মানিকচক ঘাটে ভেসেল উল্টে ডুবে গেল পাথর বোঝাই একাধিক লরি
❏ রাজমহল থেকে আসা লরি পার করতে গিয়ে সন্ধেয় বিপত্তি
❏ ঘটনাস্থলে পৌঁছে নজরদারি চালাচ্ছেন পুলিশ সুপার, জেলাশাসক
❏ ভেসেলে অতিরিক্ত ভারবহনের জন্যেই দুর্ঘটনা প্রাথমিক অনুমান

মালদার মানিকচক ঘাটে গঙ্গায় পণ্যবাহী ভেসেল উল্টে তলিয়ে গেল একাধিক লরি। ঘটনায় আটজন নিখোঁজ ব্যক্তির মধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও দু’জন নিখোঁজ। যদিও স্থানীয়দের দাবি ঘটনায় আরও অনেকে নিখোঁজ থাকতে পারে। নিখোঁজ দের খোঁজে চলছে তল্লাশি।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গার এপাড়ে মানিকচক ওপাড়ে ঝাড়খণ্ডের রাজমহল। এই মানিকচক ঘাট পার হয় ঝাড়খণ্ড থেকে আসা পাথর বোঝাই লরি। গঙ্গায় ভেসেল পার করলেই সহজেই মাইলের পর মাইল পথ কমে দাঁড়ায় কয়েক মাইলে। এই কারণে ভেসেল পার করে সহজেই ঝাড়খণ্ডের পাথর চলে আসে মালদহে। সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ১০টি পাথর বোঝাই লরি ভেসেলে চড়ে। গঙ্গা পার করে এপাড়ে পৌঁছেও যায়। তারপর নামতে গিয়ে বিপদ বাঁধে ভেসেলে। একটি লরি নামবার পরেই পরের লরিটি নামতে গিয়ে ভেসেল কাত হয়ে যায়। ভেসেল সমেত লরি উল্টে যায় গঙ্গায়। চালক-খালাসিরা ভেসে যায়। কোনক্রমে সাঁতরে পাড়ে ওঠে ৬জন। দু’জনের খোঁজ শুরু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আলোর ব্যবস্থা করে নিখোঁজদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং মালদহ জেলা পরিষদের সভাধিপতি। তল্লাশিতে ৬জনকে উদ্ধার করে শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিখোঁজের বিষয় প্রশাসনের পক্ষ থেকে নাম জানানো হয়নি।

ছবি সৌজন্যে ফেসবুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *