ছট পুজোয় প্রশাসন কঠোর, ঘাটে ঘাটে নৌকায় নজরদারি

কল্যাণ অধিকারী


হাইলাইটস
❏ ছট পুজোয় গঙ্গার ঘাটে নজরদারিতে প্রশাসন
❏ ফুল-মালার জেরে দূষণ আটকাতে সজাগ পুরসভা
❏ ঘাটে দুজনের বেশি প্রবেশ নিষেধ

ছট পুজো উপলক্ষে চলছে গঙ্গার ঘাট পরিষ্কার করার কাজ। বিকেল থেকে ঘাটে পুজো দিতে আসবেন বিহারী সম্প্রদায়ের মানুষজন। করোনা পরিস্থিতির কথা মেনে নিয়মের বেড়াজালে পুজো দিতে আসা মানুষজন।

স্বাস্থ্য বিধি মেনে ছট পুজোয় পুজো দিতে আসা পরিবারের দুজনের বেশি গঙ্গা ঘাটে যাওয়া নিষেধ। তবে কতটা মেনে চলবেন মানুষজন তা ছিল প্রশ্নাতীত। তবে ঘাটে নজরদারিতে সর্বদা পুলিশ প্রশাসন। একই সঙ্গে পুজো দিতে আসা মানুষজন ফুল-মালা যাতে জলে ফেলা না হয় সেইজন্য হাওড়া ঘাটে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। জমা হওয়া ফুল-মালা পুরসভার কর্মীরা তুলে নিয়ে যাবে।

বিহারী সম্প্রদায়ের মানুষজনের প্রধান উৎসব ছট পুজো। তবে বেশ কয়েকবছর হল শহর কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে। বিকেল থেকে ঘাটে ঘাটে মানুষের ভিড় জমা হতে শুরু করে। কিন্তু এ বছর করোনা বিধির গুরুত্ব বুঝে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তায় আদালতের নিয়ম মেনে চলার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *