জয়পুরে রক্তদান শিবিরে দলবদল, তৃণমূলে যোগ বিজেপি সংখ্যালঘু যুব মোর্চার সাধারণ সম্পাদক, কংগ্রেস নেতা
কল্যাণ অধিকারী
তৃতীয় মা মাটি মানুষের সরকারের প্রথম বর্ষ পূর্তিতে আমতা-২ ব্লকের জয়পুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। মূলত গ্রীষ্মের সময় রকের সঙ্কট মোকাবিলার জন্যই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরেই তৃণমূলে যোগ দিলেন বিজেপি সংখ্যালঘু যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ এক কংগ্রেস নেতা।
দেশজুড়ে পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলেছে। এরমধ্যেই শনিবার রান্নার গ্যাসের দাম বেড়েছে। এবার দাম হাজার পেরিয়েছে। এই পরিস্থিতিতে দেশের একমাত্র প্রতিবাদী মুখ রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে সবাই। এদিন গ্যাসের দাম বাড়া নিয়ে মন্ত্রী-বিধায়করা দুষেছেন কেন্দ্রের সরকারকে। তাঁদের কথায় পরিস্থিতিত যা স্বস্তি নেই এতটুকু। রান্নার গ্যাসের দাম বাড়লে চাল ফুটিয়ে ভাত খাবে তাতেও নিস্তার নেই। পেট্রোপণ্যের দাম বাড়ায় অগ্নিমূল্য হচ্ছে বাজার। মাথায় হাত সাধারণ মানুষের। সেদিকে কেন্দ্রের সরকারের নজর নেই। তাঁরা রাজ্যে এসে রাজনীতি করছে।
আমতা বিধানসভার তোরণ উদ্বোধনে মন্ত্রী পুলক রায়
আমতা বিধানসভা ক্ষেত্রে প্রবেশ পথে বেতাই অটোস্ট্যান্ডে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। এদিন রক্তদান শিবিরের আসার পথে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নায়ন দপ্তর জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। ছিলেন বিধায়ক সুকান্ত পাল। এরপর জয়পুরে পৌঁছান তাঁরা। সেখানে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এই রক্তদান শিবিরেই বিরোধী শিবিরে ভাঙ্গন ধরাল তৃণমূল। সুকান্ত পালের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে বিজেপি যুব মোর্চার সংখ্যালঘু যুব মোর্চার সাধারণ সম্পাদক আজাহারউদ্দিন যোগ দিলেন তৃণমূলে। তাঁর সঙ্গেই ঘাসফুলে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। এছাড়াও যোগ দেন ঝামটিয়ার কংগ্রেস নেতা বিকাশ ধাড়া।