দুর্ঘটনা রুখতে রাস্তার গর্তে ইট-পাথর! বর্ষায় কতদিন টিকবে প্রশ্ন স্থানীয়দের
কল্যাণ অধিকারী
পরপর দু দিনে একই জায়গায় দুটি দুর্ঘটনা। মৃত ৩ আহত ২। এই ছবিটাই তুলে ধরতে শুরু করেছে গ্রামীন হাওড়ার জয়পুর থানার হানিধাড়া মনসা তলা এলাকার বাস্তবতা।
হানিধাড়া মনসা তলায় রবিবার ভোররাতে ও সোমবার সন্ধ্যায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। আহত ২। সড়ক দুর্ঘটনা ঠেকানোর লক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে উদয়নারায়নপুর-সেহাগোড়ী রাজ্য সড়কে হানিধাড়া মনসা তলায় ভাঙ্গাচোরা রাস্তা সারাইয়ের কাজ। বৃষ্টির জল জমে গর্ত বড় আকার নিয়েছে। ওই গর্তের মধ্যে জল জমায় গর্তের গভীরতা বুঝতে পারছেন না গাড়ি চালকরা। যার ফলে দুঘর্টনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিন দেখা গেল বালি, ইট, পাথর ফেলা হচ্ছে। তার উপর রোলার চালিয়ে রাস্তা সমান করার কাজ চলছে। কিন্তু এভাবে কাজ করলে বর্ষাকালে কতদিন রাস্তা ঠিক থাকবে! সমস্যা মেটাতে হলে পিচ ঢেলে রাস্তার মান উন্নত করতে হবে বলে মত স্থানীয়দের।
পথচলতি মানুষ ও গাড়ি চালকদের অভিযোগ, সেহাগোড়ী মোড় থেকে উদয়নারায়নপুর যাওয়ার রাস্তা ঝাঁ চকচকে। কিন্তু হানধারা মনসাতলা এলাকায় ৬০ ফুট রাস্তাটি মাস খানেকের উপর খারাপ হয়ে পড়ে রয়েছে। রাস্তাটা এতটাই খারাপ একটু অসতর্ক হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাবে। রবিবার ভোররাতে ওই খারাপ রাস্তার একশো মিটার দূরে একটি গাছে ধাক্কা মারে আই টয়েন্টি গাড়ি। মৃত্যু হয় তিনজনের। আহত এক যুবক। সোমবার সন্ধ্যায় ওই ভাঙ্গাচোরা রাস্তায় আরও একটি দুর্ঘটনা ঘটে। বাইক ছিটকে পড়ে গুরুতর জখম হন বাইক চালক। কোনক্রমে উদ্ধার করে অমরাগড়ি বিবিধর হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, আহত ব্যক্তি দূরের এলাকার হতে পারে। আশপাশের এলাকার মানুষ এই জায়গায় খারাপ রাস্তার কথা জানে। দূরের লোকজন বুঝতে না পেরে গাড়ি নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার কবলে পড়েন।
ইট-পাথর দিয়ে রাস্তা সারানোর কাজ চলায় অনেকেই কাজের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বর্ষায় জল জমলে আবারও রাস্তা খন্দে পরিণত হবে। দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হবে। রাস্তার কাজে পিচ ঢেলে আরও উন্নত মানের করা প্রয়োজন বলে জানান স্থানীয়রা।