নতুন বছরে খুলে গেল পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার স্বস্তি কোটি কোটি ভক্তকুলের
কল্যাণ অধিকারী
ভক্তদের জন্য সুখবর। কোভিড বিপর্যয় কাটিয়ে খুলল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা। দীর্ঘ নয় মাস পর জগন্নাথ মন্দিরের সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করলেন সাধারণ দর্শনার্থীরা।
মন্দিরের সিংহ দরজা সাধারণের জন্য খুলে দেওয়ায় মন্দিরে ভিড় দর্শনার্থীদের। ভিড় সামাল দিতে প্রস্তুত পুরীর মন্দির কর্তৃপক্ষ। তবে কোভিড বিধি মেনেই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করছেন। তাঁদের কোভিড রিপোর্ট নিয়ে আসতে হবে। এর আগে রথযাত্রার পুণ্য তিথিতেও বন্ধ ছিল জগন্নাথ দেবের মন্দিরের দরজা। এরপরেই স্থানীয় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ধাপে ধাপে আম ভক্তকুলের জন্য জগন্নাথ দেবের মন্দির খুলে গেল। পুরী ভ্রমণে যাওয়া আম-জনতাকে স্বস্তি দিয়ে জগন্নাথ দেবের মন্দির খুলে দেওয়ায় দেশের কোটি কোটি ভক্তকুলের জন্য কোভিড জয়ের স্বস্তি।