অরুণাচলে লাল ফৌজকে আটকাল ভারত
রাজন্যা নিউজ ব্যুরো
অরুণাচলে প্রবেশের চেষ্টা চিনা সেনার! প্রায় ২০০ সেনাকে আটোকে দিল ভারতীয় সেনা। এই ঘটনায় দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, এলএসি এরিয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল চিনা ফৌজ। তখনি আটোকে দেয় ভারতীয় সেনা। মুখোমুখি অবস্থান করে দুই দেশের সেনা। এরপর কম্যান্ডারদের হস্তক্ষেপে পরিস্থিতি মেটে।