আমতায় বিরল ফ্লাপসেল প্রজাতির কচ্ছপ ও কেউটে সাপ উদ্ধার
কল্যাণ অধিকারী
হাইলাইটস
❏ আমতায় বিরল ফ্লাপসেল প্রজাতির কচ্ছপ ও কেউটে সাপ উদ্ধার।
❏ বন দফতরের হাতে তুলে দিল পরিবেশ সংগঠন।
❏ আহত কচ্ছপটিকে চিকিৎসার জন্য সল্টলেকের বনবিভাগে পাঠিয়েছে বন দফতর।
❏ মাছ ধরা ঘুনিতে ধরা পড়ে বিষাক্ত কেউটে সাপ। উদ্ধারে এগিয়ে আসে পরিবেশ প্রেমী যুবকরা।
❏ হাওড়া রেঞ্জার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় সাপটিকে।
হাওড়ার আমতায় গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার হল বিরল প্রজাতির আহত একটি কচ্ছপ। তুলে দেওয়া হল বনদফতরের হাতে। উদ্ধারের পর চিকিৎসার জন্য সল্টলেকের বনবিভাগে পাঠিয়েছে বন দফতর।
জানা গেছে, ইন্ডিয়ান ফ্লাপসেল প্রজাতির একটি বিরল কচ্ছপ ধরা পড়েছে আমতার দাদখালি দহ এলাকায়। এ খবর পৌঁছায় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের কাছে। পরিবেশ মঞ্চের পক্ষ থেকে এলাকায় পৌঁছে যায় শুভ্রদীপ ঘোষ ও সৌভিক ঘোষ,সায়ন দে। খবর দেওয়া হয় হাওড়ার বন দফতরকে। এ খবর জানাজানি হওয়ায় দড়ি দিয়ে বেঁধে ফাঁকা রাস্তায় কচ্ছপটিকে ফেলে দিয়ে চলে যায় যুবকরা। বনদফতর না আসা পর্যন্ত কচ্ছপটিকে আগলে রাখে মঞ্চের সদস্যরা। বনদফতরের রেসকিউ টিম নিয়ে চলে আসেন হাওড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সমীর ব্যানার্জী। উদ্ধার করা হয় কচ্ছপ।
সমীরবাবু জানিয়েছেন, “কচ্ছপটি আহত। তাই সল্টলেকের বনবিভাগের বিশেষ চিকিৎসালয়ে রেখে শুশ্রূষা করা হবে। সুস্থ হলে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।”
মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান, “হেল্পলাইন নম্বরে গোপনে খবর আসে, দাদখালি দহ থেকে কেউ কচ্ছপটি ধরে গলায় ও হাতে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। বারেবারে প্রচার করা হচ্ছে কোন কচ্ছপ ব্যক্তিগতভাবে আটকে রাখা আইনগত অপরাধ। মানুষ সচেতন হচ্ছে। তাও কিছু মানুষের অজ্ঞতা নির্বুদ্ধিতা ও অসচেতনতার জন্য কচ্ছপ সহ অন্যান্য বন্যপ্রাণ আটক হচ্ছে ও মারা যাচ্ছে। পরিবেশ মঞ্চ এই দিকে কড়া নজর রেখে কাজ করছে।”
অন্যদিকে আমতায় মাছ ধরা ঘুনিতে ধরা পড়লো বিষাক্ত কেউটে সাপ। প্রায় আড়াই ফুট লম্বা কেউটে সাপটি গ্রামবাসীদের ঘুনিতে ধরা পড়ে। সাপটি মেরে ফেলতে চেয়েছিল গ্রামের মানুষ জন। খবর পেয়ে উদ্ধারে পৌঁছে যায় ‘আমতা পরিচয়’। এরপরেই খবর দেয় যৌথ পরিবেশ মঞ্চে। মঞ্চর সদস্যরা যোগাযোগ করে বন দফতরে আধিকারিক দের সঙ্গে। হাওড়া রেঞ্জার ঘটনাস্থলে আসেন। কেউটে সাপটি ঘুনি থেকে বের করে নিয়ে যান।
কচ্ছপ ও সাপ দুটিকে রক্ষা করে বন দফতরের হাতে তুলে দিতে পেরে বন্যপ্রাণ তথা পরিবেশ রক্ষায় সদর্থক ভূমিকা আরও একবার পালন করল পরিবেশ মঞ্চের সদস্যরা।