ইটালিতে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রণ মমতাকে

রাজন্যা নিউজ ব্যুরো

আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইটালিতে আয়োজিত আন্তর্জাতিক শান্তি বিষয়ক সম্মেলনে ডাক পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘আপনি গত এক দশকে দেশের শান্তি, সামাজিক ন্যায় এবং উন্নয়নে নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছেন’।

আগামী ৭ এবং ৮ অক্টোবর ইটালির রাজধানী রোমে ‘পিপলস অ্যাজ ব্রাদার্স, ফিউচার আর্থ’ শীর্ষক ওই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে শান্তি এবং সৌভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে এই অনুষ্ঠান। তাতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মাথার মুকুটে আর একটি নতুন পালক যোগ হতে চলেছে​। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *