ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের, আশঙ্কাজনক কিশোরকে কলকাতায় স্থানান্তর

কল্যাণ অধিকারী

হাইলাইটস
❏ গ্রাম্য রাস্তায় ট্রাক্টর উল্টে পুকুরে
❏ চালক কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়
❏ আশঙ্কাজনক কিশোরকে কলকাতার হাসপাতালে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে

ট্রাক্টরে করে আসবার পথে দুর্ঘটনায় চালকের মৃত্যু। আশঙ্কাজনক বছর তেরোর এক কিশোর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার জয়পুর থানার নতুনগ্রাম এলাকায়। কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে। মৃত ব্যক্তির নাম হরিপদ জানা। বয়স ৩৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে কৃষি কাজের কাজ চলায় ট্রাক্টরে করে মাটি চষার কাজ চলছে এলাকায়। দুপুরের পর ১৩ বছরের কিশোরকে ট্রাক্টরে চাপিয়ে বাড়ি ফিরছিল হরিপদ। গ্রামের ভিতর পিচ ঢালাই রাস্তা দিয়ে আসবার সময় কোন কারণে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। উল্টে গিয়ে পরে পাশের একটি পুকুরে। ট্রাক্টরের নিচে চাপা পরে যায় হরিপদ। স্থানীয়রা পুকুরে নেমে চালক ও কিশোরকে উদ্ধার করে। নিয়ে আসা হয় অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে। সেখানে হরিপদকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। কিশোরের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করছে চিকিৎসকরা। এরপরেই কলকাতায় স্থানান্তরিত করা হয়।

জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর জানান, ট্রাক্টরে করে ফিরবার সময় কোনভাবে উল্টে যায় পুকুরে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। চালকের মৃত্যু হয়েছে। কিশোরের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *