তদন্তে মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা রিহাকে গ্রেফতার করার প্রধান হাতিয়ার সিবিআইয়ের !

কল্যাণ অধিকারী

রিহা চক্রবর্তীকে ছাব্বিশ ঘন্টা জেরা, সোমবারও ডাকা হয়েছে ডিআরডিও গেস্ট হাউজে।
মুম্বই পুলিশকে দেওয়া সিদ্ধার্থ পিঠানির বক্তব্য মিলছে না সিবিআই কে দেওয়া তথ্যে।
১৩ জুন ও পরেরদিন ১৪জুন ঠিক কি ঘটেছিল আরও সুক্ষ অনুসন্ধান চলছে।
ড্রাগস সাপ্লায়ার গৌরব আর্য এবং রিহা চক্রবর্তী ২০১৭ সাল থেকে পরিচিত, বললেন সুনীল শুক্লা।
রিহার সঠিক তথ্য না দেওয়া গ্রেফতারীর প্রথম ধাপ হবে সিবিআইয়ের!

তিনদিনে ছাব্বিশ ঘন্টা জেরা। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ডিআরডিও গেস্ট হাউজে টানা তিনদিন জিজ্ঞাসাবাদ করা হল রিহা চক্রবর্তীকে। একাধিক প্রশ্নের জবাবে সন্তুষ্ট হয়নি সিবিআই। প্রশ্নের সঠিকভাবে উত্তর না দিলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে গ্রেফতার করার উদাহরণ রয়েছে। সোমবার আবারও জেরা করা হবে রিহা চক্রবর্তীকে।

সূত্রের খবর, আর্থিক লেনদেন এবং ড্রাগস চ্যাট এই দুটি বিষয় নিয়ে জোর দেওয়া হচ্ছে তদন্তে। প্রশ্ন করা হয়েছে সুশান্তের ডিপ্রেশন বিষয়টি নিয়েও। পাশাপাশি সিদ্ধার্থ পিঠানি, স্যামুয়েল মিরান্ডা, গৌরব আর্যর ড্রাগস চ্যাট, সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহ, বাড়ির কর্মী নীরজ ও রাঁধুনি দীপেশ ছাড়া, পরিচারক কেশব, রিহার ভাই শৌভিক চক্রবর্তী একের পর এক সুশান্তের পরিচিতদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। প্রথম থেকে সিদ্ধার্থ পিঠানিকে একাধিক বার জেরা করা হয়েছে। প্রত্যেকের বয়ান নিয়ে সিদ্ধার্থ, রিহা চক্রবর্তী কে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আশ্চর্যজনক ভাবে মুম্বই পুলিশকে যা বলেছিলেন, তার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যা বলছেন তার মিল নেই! সোমবার রিহা চক্রবর্তীকে আবারও জেরা করবে সিবিআই। এই নিয়ে টানা চারদিন ডাকা হলো রিহা চক্রবর্তীকে। সোমবার গৌরব আর্যকেও জেরা করবে ইডি। ড্রাগস সাপ্লাইয়ের সঙ্গে জড়িত থাকার হদিস মিলেছে। রবিবার গোয়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন গৌরব আর্য। একিসঙ্গে সুশান্তের বোন মিতু সিংহ কেও ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

ইউরোপ ট্যুরে ক্লস্ট্রোফোবিক হয়ে পড়েছিলেন সুশান্ত। এই বিষয় প্রশ্ন করা হলে রিহার জবাব মোটেও খুশি করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুশান্তকে ওষুধ খেতে দেখেছিলেন তিনি। এ বিষয় আগেই মতান্তর তৈরি হয়েছে গার্লফ্রেন্ড অঙ্কিতার বক্তব্যে। যে মানুষটির আকাশে ওড়ার স্বপ্ন ছিল, সে কোনও দিন ভয় পেতেন না। আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে রবিবার। সুশান্তর কার্ড থেকে মাঝেমধ্যেই শপিং করতেন রিহা। এবং সুশান্তের মোবাইল নম্বর ব্লক করেছিল কি প্রয়োজনে ব্লক করে রাখা হয়েছিল। একের পর এক প্রশ্নের ফাঁসে রীতিমত আটকা পড়ছে রিহা। আরও একটি বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ হয়েছে বলে সূত্রের খবর, সুশান্তকে ড্রাগস দিয়েছিলেন রিহা চক্রবর্তী এমনটাও উঠে আসছে তদন্তে। অথচ গৌরব আর্যকে চিনতেন না বারেবারে বলে আসছেন রিহা চক্রবর্তী। সুশান্তের জিম পার্টনার সুনীল শুক্লার বক্তব্য, ২০১৭ সালে গৌরব আর্য মিলেছিল রিহা চক্রবর্তীর সঙ্গে। কিন্তু রিহা মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ সুনীল শুক্লার।

সুশান্তের তৎকালীন প্রেমিকা রিহা চক্রবর্তী ড্রাগ মাফিয়াদের সঙ্গে জড়িত ! এমন যোগসূত্র উঠে আসছে তদন্তে। যদিও বলিউডে ড্রাগ নেওয়াটা কোনও নতুন কথা না। বলিউডে ড্রাগ নিয়ে তদন্ত করলে বহু মাথা উঠে আসবে বলে ধারনা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। যত দিন যাচ্ছে তদন্তে উঠে আসছে নতুন দিক। তবে তদন্তে সিদ্ধার্থ পিঠানি এবং রিহা চক্রবর্তীর পাশাপাশি ড্রাগ সাপ্লায়ার গৌরব আর্য এই তিন মুখ থেকে বেরিয়ে আসা অনেক তথ্য সহজ করে দেবে সুশান্ত কান্ডের তদন্তে। রিহা অনেক বিষয় নতুন করে গল্পের সৃষ্টি করছে। তদন্তের অভিমুখ বদলে দিতে চাইছে। এমনটা রিহা চক্রবর্তীকে আরও বিপদের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে গ্রেফতার হওয়া অবশ্যম্ভাবী ! চলতি সপ্তাহে সুশান্ত কান্ডের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ১৩ জুন এবং পরেরদিন ১৪জুন ঠিক কী কী ঘটেছিল সেই বিষয় আরও সুক্ষ বিষয় অনুসন্ধানের কাজ চালাচ্ছে সিবিআই। এখান থেকেই চলে আসতে পারে বড়ো খোলাসা।

ছবিঃ সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *