তেখালিতে আজ মমতা কড়া বার্তা শোনার অপেক্ষায় দলীয় কর্মীরা
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ মমতার সভায় যাচ্ছেন না অধিকারী বাড়ির দুই সাংসদ।
❏ নন্দীগ্রাম তাঁর রাজনৈতিক আকাশ বোঝাতে চান মমতা।
❏ জেলায় থাকছেন না কলকাতা থেকে সব প্রশ্নের জবাব দেবেন শুভেন্দু।
আজ নন্দীগ্রামে মমতা। দীর্ঘদিনের দলের সহকর্মী শুভেন্দু ও অধিকারী পরিবার সবুজ ছেড়ে গেরুয়া ছাতার তলায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি বুঝতে নিজে যাচ্ছেন। তবে তাঁর সভায় থাকছেন না অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে কি বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো সেদিকে তাকিয়ে তৃণমূলের নেতা ও কর্মীরা।
সিঙ্গুর ও নন্দীগ্রাম তাঁর কাছে জোড়া ফুল। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে জমি ধরে রেখেছেন তিনি। একা শুভেন্দু বা অধিকারী পরিবার সেই জমিতে পদ্ম ফোটাবে এমন সুযোগ তিনি দেবেন না। মমতা মনে করেন পূর্ব মেদিনীপুর তৃণমূলের গড়। বিজেপি যতই চেষ্টা করুক না কেন, তৃণমূলের রাজনৈতিক জমি কেড়ে নিতে পারবে না। শুভেন্দু দল ছাড়ার পর থেকে তৃণমূলের একাধিক রাজ্যস্তরের নেতা নেত্রীকে পাঠিয়েছেন নন্দীগ্রামে। এবার সুপ্রিমো নিজে যাচ্ছেন। তিনি সভা থেকে অধিকারী পরিবারের দুই সাংসদের প্রতি যে কড়া পদক্ষেপ নেবেন তা একবাক্যে মেনে নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব।
এদিনের সভায় সবার লক্ষ্য থাকবে দলত্যাগী শুভেন্দুর প্রতি কতটা আক্রমণ শানান মমতা। একুশের ভোটে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন নিজেদের দখলে রাখতে ঘুটি সাজাচ্ছেন টিম মমতা। অধিকারী পরিবারের বিপক্ষে থাকা নেতাদের সামনের সাড়িতে তুলে আনছেন। সভা মঞ্চে থাকবেন সদ্য পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব পাওয়া রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। থাকবেন রামনগরের বিধায়ক অখিল গিরি। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ খান। এদিনের সভাতে তিনিও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। তবে, অধিকারী গড়ে মমতা গেলেও জেলায় থাকছেন না শুভেন্দু। জানা যাচ্ছে দক্ষিণ কলকাতায় বিজপির নির্ধারিত পথসভায় থাকবেন শুভেন্দু। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব তিনি দেবেন। সোমবারের দুদুটি রাজনৈতিক সভার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।