দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্য তাজিয়া ঘোরানো বন্ধ থাকলো আমতা সিরাজবাটিতে
কল্যাণ অধিকারী, হাওড়া
০ করোনাভাইরাস মহামারির মধ্যে সুপ্রিম কোর্টের রায় মেনে এবার বের হল না তাজিয়া।
০ দীর্ঘ ৩৫ বছর ধরে তাজিয়া ঘোরানোর পরম্পরা চলে আসছে আমতা সিরাজবাটি আনজুমান এ কাদেরিয়ায়।
০ রং-বেরঙের কাগজ, প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাজিয়ায় দেওয়া হয়েছে দৃষ্টি নন্দন রূপ।
০ দেশজুড়ে কোভিড-১৯ এর কারণে প্রশাসনের নির্দেশ মেনে তাজিয়া ঘোরানো বন্ধ রাখা হয়েছে।
০ উদ্যোক্তারা চায়, করোনা মারণব্যাধি থেকে মুক্ত হোক বিশ্ব। দেশজুড়ে শান্তি ফিরে আসুক।
দেশজুড়ে করোনা সংক্রমণ রেকর্ড গড়ছে। সারা বিশ্বে সংক্রমণের তালিকার শীর্ষ এর দিকে এগোচ্ছে ভারত। করোনাভাইরাস মহামারির মধ্যে সুপ্রিম কোর্টের রায় মেনে এবার বের হল না আমতা সিরাজবাটি এলাকায় মহরমের তাজিয়া।
আমতা সিরাজিবাটি আনজুমান এ কাদেরিয়া দীর্ঘ ৩৫ বছর ধরে তাজিয়া ঘোরানোর পরম্পরা চলে আসছে। আমতায় প্রায় ২০-২৫ কিমি এলাকায় এই তাজিয়া ঘোরানো হতো। এ বছর কোভিড-১৯ এর কারণে প্রশাসনের নির্দেশ মেনে তাজিয়া ঘোরানো বন্ধ রাখা হয়েছে। রীতি মেনে দিনের সমস্তকিছু হয় মাজারের মধ্যেই। অন্যান্য বছরের মতো মহরমের তাজিয়া বানানো হয়েছে তাজিয়ার আকার মেনে, রং-বেরঙের কাগজ, প্রয়োজনীয় সামগ্রী দিয়ে। তাজিয়ায় দেওয়া হয়েছে দৃষ্টি নন্দন রূপ। সমস্তটা করেছে আমতা সিরাজিবাটি আনজুমান এ কাদেরিয়া। কিন্তু এ বছর আর আমতা এলাকায় তাজিয়া ঘোরানো হবে না। প্রশাসনের নির্দেশ কে মান্যতা দিয়ে মাজারেই সমস্তটা হচ্ছে।
আমতা সিরাজিবাটি আনজুমান এ কাদেরিয়ার পক্ষ থেকে আরিফ বাবু জানান, এ বছর দেশজুড়ে করোনা নিয়ে কঠিন পরিস্থিতি। আমরা প্রশাসনের নির্দেশ কে মেনে সমস্তটা করছি। মহরমের তাজিয়া নিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার পরম্পরা এ বছর বন্ধ রাখা হয়েছে। করোনা মারণব্যাধি থেকে মুক্ত হোক বিশ্ব। দেশজুড়ে শান্তি ফিরে আসুক।