দুই ছেলেকে বাঁচাতে তৎপর দুই পিতা
রাজন্যা নিউজ ব্যুরো
মাদক কান্ডে জেলে অভিনেতা পুত্র। লখিমপুরে আন্দোলনরত কৃষকদের পিষে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি। কৃষকদের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। মন্ত্রী পুত্র এখনও গ্রেফতার না হওয়ায় প্রভাবশালী তত্ত্ব সামনে আনছে বিরোধীরা।
অভিনেতার পুত্র যেন-তেন প্রকারে জেল চাই! নইলে এ সমাজ নষ্ট হয়ে যাবে এমন-ই রব উঠেছে। এ প্রতিবাদ যথার্থই বটে। মাদক রোধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। হয়েছেও জেল। ১৮ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেল শাহরুখ পুত্রর ঠিকানা। মন্ত্রী পুত্র তাঁর কি হবে এই প্রশ্ন বিরোধীদের। কৃষককে পিচ রাস্তায় গাড়ির চাকায় ছিন্নভিন্ন করে মারলো! কিন্তু তার ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নিতে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এর বিরুদ্ধে কোথায় প্রতিবাদ? নেতাদের আটকে দিল পুলিশ। লাগাম পরানো গেল আন্দোলনে! কিন্তু বিচারের বাণী নিভৃতে কেঁদে চলেছে উত্তরপ্রদেশের লখিমপুরে এমনটাই বক্তব্য বিরোধী রাজনৈতিক দলের।
আপনি প্রভাবশালী সমস্তটাই আপনার মুঠোর মধ্যে ভাবাটা ভুল। জনতা হেলেদুলে যদি যায় পারবেন তো গদিটা রুখতে। কুড়ি বছরের গর্বিত ছাতি চুপসে যাবে বেলুনের মতো, কথাগুলো বিরোধীদের। কারো রাতে শুধুমাত্র ‘বর্ণপরিচয়’ শব্দ মনে পড়লে ঘুম ভেঙে যায়। দোষ করে নেতার পুত্র বিদেশে ফেরার হয়ে যায় এটাই যেন দস্তুর! মাল্য নীরবদের বিদেশ থেকে ফেরাতে তৎপর হয় তদন্তকারী দলের আধিকারিকরা। দেশের মধ্যেই মন্ত্রীর পুত্র রয়েছেন পুলিশ না-কি হন্যে হয়ে খুঁজছে? এসবের মধ্যেই দ্বিতীয় নোটিসে পুলিশের সামনে শনিবার বেলায় হাজির হন অভিযুক্ত মন্ত্রী-পুত্র। এখন দেখার পুলিশ কতটা সদর্থক ব্যবস্থা নেয়।