প্রথম টি-২০ ম্যাচ ১১ রানে জিতে নিল ভারত

রাজন্যা নিউজ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ ১১রানে জিতে নিল ‘মেড ইন ব্লু’।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথম ব্যাট করে ২০ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ১৬১ রান করে ভারত। লোকেশ রাহুল ৪০ বলে ৫১ রান এবং জাদেজা করেন ২৩ বলে ৪৪ রান। এছাড়া সঞ্জু স্যামসন করেন ২৩ এবং হার্দিক পান্ডিয়া ১৬ রান করেন। মিচেল স্টার্ক ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।

১৬২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭উইকেটে ১৫০ রানে থমকে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে নটরাজন এবং চাহাল ৩টি করে উইকেট নেন। চাহার পান ১টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ফিঞ্চ। ২৬ বলে ৩৫ রান।

ছবি সৌজন্যে BCCI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *