প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল

রাজন্যা নিউজ ব্যুরো লাতুর প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবন ‘দেবঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
রাজনীতিতে পাঁচ দশকেরও বেশি সময় সক্রিয় ছিলেন পাতিল। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পরে নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার নৈতিক দায় স্বীকার করে মনমোহন সিংহের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
মহারাষ্ট্রের লাতুরে ১৯৩৫ সালের ১২ অক্টোবর জন্ম শিবরাজ পাতিলের। অল্প বয়সে লাতুর পুরসভার প্রধান হন। পরে রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে এসে ১৯৮০ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা সাত বার লাতুর লোকসভা কেন্দ্র থেকে জেতেন। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি। পরবর্তী সময়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত পঞ্জাবের গভর্নর এবং চণ্ডীগড়ের প্রশাসক পদে নিযুক্ত ছিলেন।
মৃত্যুকালে রেখে গিয়েছেন এক পুত্র শৈলেশ পাতিল, পুত্রবধূ অর্চনা এবং দুই নাতনিকে।
প্রবীণ কংগ্রেস নেতা হিসেবে তাঁর প্রশাসনিক দক্ষতা, সাংবিধানিক বিষয়ে গভীর পাণ্ডিত্য এবং রাজনৈতিক সৌজন্যের জন্যই দলমত নির্বিশেষে শ্রদ্ধার পাত্র ছিলেন পাতিল। বিরোধী দলের প্রতিও কখনও ব্যক্তিগত আক্রমণ না করা তাঁর এই রাজনৈতিক সংযমের কথা স্মরণ করেছেন বহু নেতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে বলেছেন, ‘শিবরাজ পাতিলজির মৃত্যুতে মর্মাহত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ও স্পিকারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।দ কয়েক মাস আগেই পাতিলের সঙ্গে তাঁর শেষ সাক্ষাৎ হয়েছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সংসদের উভয় কক্ষে পাতিলের প্রতি শ্রদ্ধা জানান সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *