বিহার কার দখলে বুথ ফেরত সমীক্ষা আজ জানিয়ে দেবে!
কল্যাণ অধিকারী
হাইলাইটস
❏ জাতীয় নিউজ চ্যানেলে সন্ধে ৬টা থেকে শুরু হয়ে যাবে বুথ ফেরত সমীক্ষা।
❏ নীতীশ কুমারকে কতটা টেক্কা দিতে পারবে তেজস্বী বুথ ফেরত সমীক্ষা দেবে পূর্বাভাস।
❏ দশ লাখ চাকরি ভোট বৈতরণী পেরতে পারবে তেজস্বী, না-কি বিকাশ-ই ভোট বিহারে নজর সবার।
কুর্সি দখলের লড়াইয়ে কি হতে চলেছে বিহার ভোটের ফলাফল? শেষ দফায় আজ শনিবার সন্ধে ৬ টা পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে। তারপর জাতীয় নিউজ চ্যানেলে শুরু হয়ে যাবে বুথ ফেরত সমীক্ষা। ফলাফল সম্পর্কে রাত শুরুতেই আভাস মিলবে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় লড়াই ছিল দ্বিমুখী। নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিজেপি জোট অন্যদিকে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি কংগ্রেসের ইউপিএ জোট। ১৫বছর ক্ষমতায় থাকা নীতীশ কুমার ভোটের লড়াইয়ে নতুনত্ব বক্তব্য রেখেছেন। তবে শেষ দফার ভোট প্রচারে পূর্ণিয়ার জনসভায় তাঁর বক্তব্য বিরোধী শিবিরেও উথাল পাথাল শুরু হয়ে যায়। তিনি জানিয়ে দেন ‘এটাই তাঁর শেষ নির্বাচন’। নীতীশ কুমার নিজের মুখে একথা বললেও বিরোধী শিবির ভালো ভাবেই জানে ভোট নিজের দিকে টানতে নীতীশ সকল পন্থা অবলম্বন করে থাকেন।
২০০৫ সাল অবধি বিহার বলতে শুধুই আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং রাবরি দেবীময় ছিল। সমর্থকদের মুখে ছিল চেনা পরিচিত স্লোগান ‘যব তক রহেগা সামোসে মে আলু, তব তক রহেগা বিহার মে লালু!’ কিন্তু সময় বদলেছে। তিন দফার নির্বাচনে সবাই থাকেলও ছিলেন না লালু প্রসাদ যাদব। জেল থেকে মুক্তি পেতে শত চেষ্টা করলেও মেলেনি মুক্তি। তবে তাঁর পুত্র তেজস্বী প্রতি মুহূর্তে নীতীশ কুমারকে প্যাঁচে ফেলতে চেষ্টা চালিয়েছেন। ক্ষমতায় এলে ১০ লাখ চাকরি ঝড় তোলে বিহারে। যুবাদের কাছে টানার প্রয়াসে ‘চাকরি’ দেবার প্রতিশ্রুতি ভোট প্রচারে অনেকাংশে কাজে লেগেছে বলে দাবি আরজেডির।
ভোট শেষ হতে মাত্র কয়েকঘন্টা বাকি। তারপর বুথ ফেরত সমীক্ষার চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে যাবে টিভি চ্যানেলের পর্দায়। ২৪৩ আসনে একের পর সম্ভাব্য জয়ের তালিকা আসতে থাকবে। নীতীশের দল ও বিজেপি মিলিত ভাবে ক’টি আসন পাবে, অন্যদিকে তেজস্বী কি বাজিমাত করতে পারবে সমস্তটাই আর কয়েকঘন্টার মধ্যে বুথফেরত সমীক্ষার মাধ্যমে পূর্বাভাস সামনে চলে আসবে।