শিশুকে ভর্তি করে বাড়ি ফেরা হল না, দুর্ঘটনায় মৃত কাকা-সহ চালক, আশঙ্কাজনক মা
কল্যাণ অধিকারী
হাইলাইটস
❏ সাত সকালে গ্রামীণ হাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ১।
❏ দাঁড়িয়ে থাকা ট্যাংকারের পিছনে ঢুকে যায় দ্রুত গতিতে আসা মারুতিটি।
❏ শিশুমঙ্গল হাসপাতালে শিশুকে ভর্তি করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
❏ দুই পাড়ায় দুজনের মৃত্যুতে শোকের ছায়া জয়পুর মন্ডলপাড়ায়।
❏ ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
তিনদিনের অসুস্থ শিশুকে কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু চালক সহ দু’জনের। আশঙ্কাজনক শিশুর মাকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রানিহাটি-আমতা সড়কে লালগেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ হাওড়ার লালগেট এলাকায় কারখানার মাল নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে একাধিক ট্রেলার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মানিকপীর পার করে করে আমতা অভিমুখে এগিয়ে যায়। মনসাতলা পেট্রোল পাম্প পেরিয়ে লালগেট স্টপেজের আগে কারখানার মাল নিয়ে রাস্তার গায়ে দাঁড়িয়ে ছিল একটি ট্রেলার। প্রচণ্ড গতিতে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মারুতির সামনের অংশ দলা পাকিয়ে যায়। গাড়িতে রক্ত ভেসে যাচ্ছে। ঘটনাস্থলে চালক ও পাশের সিটে বসে থাকা ব্যক্তির মৃত্যু হয়। পিছনের সিটে থাকা মহিলা যন্ত্রণায় ছটফট করছেন। আশপাশের দোকানদার ও পথচলতি মানুষ উদ্ধারে এগিয়ে আসে। মহিলাকে উদ্ধার করে গাববেড়িয়া হাসপাতালে পাঠায়। খবর দেওয়া হয় জগতবল্লভপুর থানায়।
প্রশাসন ও পরিবার সূত্রে মৃত ব্যক্তিদের পরিচয় জানা গেছে। চালকের নাম দিপু মন্ডল। বয়স ৩৯। পাশের সিটে থাকা ব্যক্তির নাম প্রদীপ আদক। বয়স ৪৪। বাড়ি জয়পুর থানার মন্ডলপাড়ায়। আহত মহিলা মৃত প্রদীপের সম্পর্কে বৌদি। তিন-চারদিন আগে অমরাগড়ি বিবিধর হাসপাতালে একটি শিশুর জন্ম দিয়েছেন মহিলা। শিশুর শারীরিক অবস্থা ভালো না থাকায় কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভর্তি করে সকালে বৌদিকে নিয়ে বাড়ি ফিরছিলেন প্রদীপ। বাড়ি থেকে প্রায় ২২কিমি আগে লালগেট বাসস্টান্ডের কাছে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। প্রদীপ এবং চালক ঘটনাস্থলে মারা যায়। চালক দিপুর ছেলে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবার কথা। পাশপাশি দুই পাড়ার দুই যুবকের মৃত্যুর ঘটনায় জয়পুর গ্রামে শোকের ছায়া।
জগতবল্লভবপুর থানার পক্ষ থেকে ক্রেন এনে দুর্ঘটনাস্থ মারুতিটিকে টেনে নিয়ে যায়। ঘটনার বিষয় সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। অন্যদিকে জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর জানান মৃত দুই যুবকের বিষয় জেবিপুর থানা থেকে তথ্য আসলে পরিবারের সঙ্গে কথা বলা হবে।