হাওড়া-কালকা মেল এবার থেকে ‘নেতাজি এক্সপ্রেস’ ঘোষণা কেন্দ্রের

কল্যাণ অধিকারী, কলকাতা

১৫৫ বছর ধরে গতিতে দৌড়ে চলেছে ঐতিহাসিক কালকা মেল। একাধিক বার নাম বদলেছে। এবার থেকে ‘নেতাজি এক্সপ্রেস’। ঘোষণা করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের তিন দিন আগে।

রেল সূত্রে জানা গেছে, ১৮৬৬ সালে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যাত্রা শুরু করে বর্তমান সময়কার কালকা মেল। সেই সময় নাম ছিল ইস্ট ইন্ডিয়ান মেল। এর কয়েক বছর পর থেকে সিদ্ধান্ত হয় ট্রেনটি পৌঁছাবে কালকা অবধি। সেইমতন নাম পরিবর্তন করে হয় কালকা মেল। এবার নাম বদলে হচ্ছে ‘নেতাজি এক্সপ্রেস’। হাওড়া থেকে কালকা পর্যন্ত ১৭৪৩ কিলোমিটার পথ যাত্রাপথ একই থাকবে। যাত্রী সাচ্ছন্দেও কোন বদল হচ্ছে না।

রেলমন্ত্রী পীযূশ গয়াল টুইট করে জানিয়েছেন ‘১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা এক্সপ্রেসের নতুন নামকরণ নেতাজি এক্সপ্রেস করা হল। হেরিটেজ ট্রেনের তকমা পাওয়া এই ট্রেন একটা সময় রাজধানী এক্সপ্রেসের মর্যাদা পেত। সময়ের সঙ্গে বদল হয়েছে। কিন্তু ঐতিহ্যের রূপরেখা এতটুকু ফিকে হয়ে যায়নি। দীর্ঘ জীবনে একাধিক পালক জুড়েছে কালকা মেলে। নেতাজি সুভাষচন্দ্র বসু কালকা মেলেই উঠেছিলেন। এবার কালকা মেলের নাম বদলে সুভাষচন্দ্র বসুর স্মরণে ‘নেতাজি এক্সপ্রেস’ করা হল এমনটাই জানা যাচ্ছে।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *