হাওড়া ব্রিজে চলন্ত বাসে আগুন চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
কল্যাণ অধিকারী
হাইলাইটস
❏ আগুনের ফুলকি দেখেই গাড়ি সাইড করে দেন চালক
❏ হাওড়া ব্রিজের ১৭ এবং ১৮নম্বর পিলারের কাছে ঘটনা
❏ কেউ আহত না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অল্প চোট ১ যাত্রীর
বৃহস্পতিবার সন্ধে হাওড়া ব্রিজে চলন্ত মিনি বাসে ইঞ্জিনে আগুন। ঘটনায় কেউ আহত না হলেও যাত্রীদের মধ্যে ছড়ালো তীব্র আতঙ্ক। অফিস টাইমে এমন ঘটনায় যানজট ব্রিজে।
যাত্রীদের সূত্রে জানা গেছে, ঘড়িতে তখন ৫টা কুড়ি মিনিট। হরিনাভি-হাওড়া রুটের একটি মিনি বাস সবে হওড়া ব্রিজের উপর উঠেছে। চালক লক্ষ্য করেন ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে চালক বাসটিকে ১৭ এবং ১৮ নম্বর পিলারের পাশে থামিয়ে দেন। গাড়ি ছেড়ে চলে যায় চালক কনডাক্টর। বাস থেকে নামতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। গেটে ভিড় দেখে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন। মিনিট পাঁচেকের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। ব্রিজে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছুটে আসেন। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। খবর দেওয়া হয় দমকলে।
অফিস টাইম সবে শুরু হয়েছে। এমন সময় ঘটনার জেরে ব্রিজে যানজটের সৃষ্টি হয়। চাঞ্চল্য ছড়ায় অন্যান্য বাসের যাত্রীদের মধ্যেও। বহু যাত্রী বাস থেকে নেমে হাঁটা পথে হাওড়া স্টেশনের দিকে যেতে থাকেন। দমকলের দুটি ইঞ্জিন প্রায় পঁচিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।