হিন্দি ভাষীদের ছট পুজোয় শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী, আদালতের নির্দেশ মানার আবেদন জানালেন

কল্যাণ অধিকারী

❏ আদালতের নির্দেশ মেনেই ছটপুজো করুন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
❏ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলছে প্রশাসনের মাইকিং
❏ গঙ্গার ঘাটে দু’জনের বেশি প্রবেশে বিধিবদ্ধ

দূর্গাপুজো ও কালীপুজো মিটতেই এবার বাংলায় ছট পুজোয় মেতে উঠতে চলেছে বিহারী সম্প্রদায়ের মানুষজন। বেশ কয়েকবছর ধরে বাংলায় জমিয়ে উদযাপিত হচ্ছে ছট পুজো। গঙ্গার ঘাটে ঘাটে পুজো দিতে পুরুষ মহিলাদের ভিড় চোখে পড়ার মতন। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছট পুজোতেও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা প্রশাসনের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায়, আদালতের নির্দেশ মেনেই ছটপুজো করার জন্য নাগরিকদের কাছে আবেদন জানান।

কলকাতার দিকে গঙ্গার একাধিক ঘাট পরিস্কার করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে পাম্প চালিয়ে ঘাট ধুয়ে দেবার কাজও করা হয়েছে। এদিন দুপুর থেকে কলকাতা পুলিশের একটি গাড়ি সচেতনতার প্রচার চালাচ্ছে। ঘাটে কোনভাবেই দু’জনের বেশি প্রবেশ নয়। মাস্ক ব্যবহার করার কথাও বলা হচ্ছে বারেবারে। এরেমধ্যেই ছটপুজো নিয়ে শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আদালতের নির্দেশ মেনে ছটপুজো করবেন। জটলা করে একসঙ্গে গঙ্গায় বা কোন জলাশয়ে ধারে না জাওয়ার পরামর্শ দেন তিনি।”

মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলে থাকেন, ‘বাংলা একতা ও ঐক্যবদ্ধতায় বিশ্বাস করে। সকল সম্প্রদায়ের মানুষ এখানে শান্তিতে বাস করে। আমরা বিশ্বাস করি শিল্প বা সংস্কৃতির কোনও ভৌগোলিক সীমানা নেই। এখানে সকল ধর্মের মানুষ নিজেদের সংস্কৃতি পালন করে থাকে’। উল্লেখ্য রাজ্য সরকারের পক্ষ থেকে ছটে ছুটিও দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে আপ সরকার। কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে। এমন সময় পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আদালতের নির্দেশ মেনে চলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *