২০ ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে ভোট
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। গণনা হবে ওই দিন বিকেল ৫টা থেকে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন পেশ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১১ ডিসেম্বর। ১৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ মিলবে।