আমতা হাসপাতাল থেকে ১১দিনের শিশু চুরি, ৬ ঘন্টায় উদ্ধার করল পুলিশ
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
৬ ঘন্টার টানটান উত্তেজনা। মায়ের কোলে ফিরল অপহৃত শিশু সন্তান। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা হাসপাতালের। অভিযোগ আশা কর্মী পরিচয় দিয়ে এগারো দিনের শিশুকে চুরি করে নিয়ে পালায় এক মহিলা। তারপর থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও স্থানীয় সূত্র মারফত তদন্তে নামে গ্রামীণ জেলা পুলিশের একটি টিম। শেষ পর্যন্ত সন্ধে ৬টার কিছু পরে শিশুটি আমতার মিল্কিচক থেকে উদ্ধার করে হাসপাতালে মায়ের কোলে তুলে দেয় পুলিশ।
আমতার চন্দ্রপুরের বাসিন্দা মন্দির বাগ একটি বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু শিশুটির অসুস্থতার কথা ভেবে আমতা হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার ছুটি হওয়ার কথা ছিল। সেইমতন সকাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল পরিবার। সকাল ৯টার সময়, বছর ৩৩-এর এক মহিলা এসে আশাকর্মী পরিচয় দেন। শিশুটিকে টিকা দেওয়ার কথা বলে কোলে তুলে নেন। এরপর গা ঢাকা দেন। সন্তান সহ ওই মহিলাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দেন। ছুটে আসে পরিবারের লোকজন। আমতা থানায় অভিযোগ জানানো হয়। হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালের সামনের রাস্তায় বসে পড়েন মহিলারা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামীণ পুলিশের এসপি সহ বিশাল বাহিনী চলে আসে আমতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামানো হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সূত্রের তথ্য কাজে লাগিয়ে অভিযুক্ত মহিলাকে চিহ্নিত করা হয়। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই নবজাতককে নিরাপদে উদ্ধার করা হয়। শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে অভিযুক্ত মহিলা দাবি করেছেন নিসন্তান হওয়ার স্বামীর ঘরে তীব্র মানসিক অশান্তির কারণে এমন ঘটনা ঘটিয়েছেন