সীমান্তে উদ্ধার ১১ ময়ূর

রাজন্যা নিউজ ব্যুরো নদিয়া: নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার ১১ ময়ূর। বাংলাদেশে পাচার হওয়ার আগে ১১টি ময়ূর উদ্ধার করল বিএসএফ। পরে সেগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। তাদের পুরুলিয়ার জঙ্গলে ছাড়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে জানানো হয়েছে। সূত্র খবর, গভীর রাতে কৃষ্ণগঞ্জের ফুলবাড়ি সীমান্ত দিয়ে ময়ূরগুলি পাচার করার চেষ্টা করা হয়। কর্তব্যরত সীমান্তরক্ষী বাহিনী কয়েক জনকে তিনটি প্যাকেট কাঁটাতারের ও-পারে। বাংলাদেশের দিকে ছুড়ে দিতে দেখেন। তিনি অন্যদের খবর দেন। এরই মধ্যে বাংলাদেশের দিক থেকে কয়েক জন অন্ধকারের ভিতরে কাঁটাতারের কাছে প্যাকেটগুলোর দিকে এগিয়ে আসতে থাকে। সীমান্তরক্ষী বাহিনী প্যাকেটগুলো সংগ্রহ করে। তার ভিতর থেকে ময়ূরগুলি উদ্ধার হয়। উদ্ধার হও ময়ূর গুলিকে বনদফতর হাতে হস্তান্তর করে বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *