এখনই বাতিল হচ্ছে না ১৫ বছর বয়সী বাস

রাজন্যা নিউজ কলকাতা

অবশেষে বাস মালিকদের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। এখনই বাতিল করতে হবে না ১৫ বছর বয়স হয়ে যাওয়া বাস। তবে এ বিষয়ে রাখা হয়েছে নির্দিষ্ট শর্তও।
বাসের বয়স ১৫ বছর হয়ে গেলে, তা বাতিল করে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। তাতে বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া যাচ্ছিল না। এতে কলকাতা পুর এলাকায় প্রায় ২০০০ বাস বসে যাচ্ছিল। তাতে জন সাধারণের সমস্যা বাড়তে পারত। এই সমস্ত কথা উল্লেখ করে বাস মালিকেরা কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। আবেদনে জানানো হয়েছিল, এই বাধা থেকে যাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। মালিকদের এই আবেদনের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে তাদের মতামত জানতে চায় আদালত।
এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘আমরা বলেছিলাম ১৫ বছর হয়ে গেলেই বাসগুলিকে বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে আমরা বাস্তবসম্মত বলে মনে করছি না। কারণ, গাড়ির স্বাস্থ্যের উপরেই তার বয়স বা অন্তিম কাল নির্ভর করা উচিত। একটি গাড়ি যদি কেউ ভাল ভাবে মেনটেন করে, তাহলে সেই গাড়িকে কেন কেউ স্ক্যাপ করবে?’ শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি বছর ২ দুবার করে বাসের স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সার্টিফিকেট দেওয়া এবং পলিউশন চেক করার মতো কাজ রাজ্য করবে। এরপরেই আদালত বাস মালিকদের আবেদনে সাড়া দেয়। আপাতত আদালতের নির্দেশে সিদ্ধান্ত হয়েছে, বছরে দু’বার করে বাসের ফিটনেস ও পলিউশন পরীক্ষা করা হবে। এই সিদ্ধান্তে কলকাতা ও শহরতলি এলাকায় বাসের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আর রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *