দিল্লিতে হাসপাতালে ২ বছরে ২ লক্ষ শ্বাসকষ্টের রোগী! তথ্য দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

রাজন্যা নিউজ ব্যুরো, নয়াদিল্লিn রাজধানী দিল্লিতে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদবের পেশ করা সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ পরিস্থিতির ছবি। দিল্লির পাশাপাশি মুম্বই ও চেন্নাইতেও শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। তবে দূষণ সমস্যায় ভুগলেও কলকাতায় পরিস্থিতি কতটা গুরুতর, সে বিষয়ে স্পষ্ট কোনও হিসাব দেননি তিনি। ফলে প্রশ্ন উঠছে, রাজধানীর দূষণের ধাক্কায় বাংলার মহানগর কোথায় দাঁড়িয়ে?
মন্ত্রী জানান, গত দু’বছরে দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালে দুই লক্ষেরও বেশি মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সরাসরি জরুরি বিভাগে চিকিৎসার জন্য পৌঁছেছেন। তাঁদের অন্তত দশ শতাংশকে ভর্তি করে চিকিৎসা দিতে হয়েছে। মন্ত্রীর কথায়, ‘এই ধারাবাহিকতা উদ্বেগজনক। পথ দুর্ঘটনা বা হার্ট অ্যাটাকের পাশাপাশি শ্বাসকষ্ট এখন দিল্লির ইমার্জেন্সি ওয়ার্ডগুলিতে অন্যতম প্রধান কারণ।’
চেন্নাই ও মুম্বইয়ের পরিস্থিতিও চিন্তার। তামিলনাড়ু ও মহারাষ্ট্র প্রশাসন থেকে পাওয়া তথ্য উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দুই শহরেই দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় ‘অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস’ বা এআরআই-এর রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বহু মানুষ নিয়মিত হাঁপানি, শ্বাসকষ্ট বা বুকে জ্বালার মতো উপসর্গ নিয়ে হাসপাতালের দ্বারস্থ হচ্ছেন।
কিন্তু এই তালিকায় কলকাতার অবস্থান কী? প্রতিমন্ত্রী এ বিষয়ে কোনও নির্দিষ্ট পরিসংখ্যান না দিলেও বিশেষজ্ঞদের মত, শীতকালে নিয়মিতভাবেই কলকাতা দূষণে বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে যায়। ফলে ইমার্জেন্সিতে শ্বাসকষ্টের রোগী বাড়ার প্রবণতা অস্বাভাবিক নয়।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিল্লির হাসপাতালগুলিতে ২০২২ সালে ৬৭,০৫৪ জন এবং ২০২৩ সালে ৬৯,২৯৩ জন রোগী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইমার্জেন্সিতে হাজির হয়েছিলেন। এআরআই-এর কারণে ২০২৩ সালে ৬৮,৪১১ জনকে জরুরি চিকিৎসা নিতে হয়েছে। গত বছর ১০,৮১৯ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সবমিলিয়ে সংখ্যাটা ২ লক্ষ পেরিয়ে গিয়েছে।
মন্ত্রী আরও জানান, দূষণজনিত শ্বাসকষ্ট ছাড়াও নানা ধরণের জটিলতা বাড়ছে দেশের শহরগুলিতে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ইতিমধ্যেই এ বিষয়ে বিস্তৃত গবেষণা শুরু করেছে।
কলকাতার দূষণ পরিস্থিতি নিয়ে পৃথক তথ্য না মেলার ফলে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন, দিল্লি, চেন্নাই, মুম্বইয়ের মতোই বিপদ কি বাড়ছে বাংলার রাজধানীতেও? চিকিৎসকদের মতে, কলকাতার হাসপাতালগুলিতেও শীতকাল জুড়ে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা আগের তুলনায় চোখে পড়ার মতো বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *