সাগরে ২জনের মৃত্যু স্ট্রোকে অসুস্থ ৫জনের এয়ার লিফট
কল্যাণ অধিকারী গঙ্গাসাগর
মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই সাগরে দুই পুণ্যার্থীর মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনার বিষয়টি শনিবার সন্ধ্যের সাংবাদিক সম্মেলনে এড়িয়ে যান রাজ্যের মন্ত্রীরা। এর পাশাপাশি শুক্র ও শনিবার মোট ৫ জনকে এয়ার লিফট করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা প্রহ্লাদ সিংহ। গঙ্গাসাগরে আসছিলেন। কিন্তু আসার পথেই নামখানার ফেরিঘাটের কাছে হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। ৬৯ বছরের প্রহ্লাদ বাবুকে অসুস্থ দেখেই তৎক্ষণাৎ ফেরিঘাটে কর্তব্যরত পুলিশ কর্মীরা এগিয়ে আসেন। পৌঢ়কে উদ্ধার করে নামখানা নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার অবনতি হওয়ায় তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের নিয়ে যাওয়া হয়ে। কিন্তু হাসপাতালে ভর্তির প্রায় সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, গঙ্গাসাগরে গঙ্গাস্নানের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বছর সাতান্নর মোহনলাল প্রজাপতির। রাজস্থান থেকে এসেছিলেন গঙ্গাসাগর। শনিবার সাগরে স্নানের সময় অসুস্থ হয়ে পড়েন। এরপরেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠানো হয়।