পাঁচলায় মর্মান্তিক বাস-লরি দুর্ঘটনায় মৃত ৩, আহত ২০
কল্যাণ অধিকারী
পাঁচলার গাববেড়িয়ার কাছে বাস-লরি মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়েছে। আহত ২০। আহতদের গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মুচিঘাটা-করুণাময়ী রুটের যাত্রী বোঝাই বাসটি মুচিঘাটা ফিরছিল। রানিহাটি আমতা সড়কে গাবিবেড়িয়া ধূলোর বাঁধের কাছে বাসটির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা আরো বেশি। আহতদের উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। বাসের চালকের মৃত্যু হয়েছে এমনটা আশংকা করছে স্থানীয়রা।
পাঁচলা থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।