৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি

উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ দিয়ে উদ্বোধন

কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ এডিটর

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ভারতীয় চলচ্চিত্রের এক মাইলস্টোন সিনেমা ‘সপ্তপদী’ দিয়ে শুরু হবে চলতি বছরের চলচ্চিত্র উৎসবের পর্দা। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩১তম চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, একসপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতি বছরের মতো এই বারও উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা।

এবারের ট্যাগলাইন- চলচ্চিত্র মেলায় বিশ্ব ৷ ফোকাস কান্ট্রি পোল্যান্ড ৷ নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদনসহ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে সিনেমা প্রদর্শনী। তিন দশক পূর্ণ হওয়া কলকাতা চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমী মানুষজন। উৎসব কলেবরে এবং চাকচিক্যে দেশ-বিদেশের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সিনেপ্রেমীদের কথায়, বিশ্বমানের চলচ্চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি, এবং চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন। মুখিয়ে তো থাকতেই হয়। অন্যান্য বারের মতো, এক সপ্তাহের জন্য শহর পরিণত হবে সেলুলয়েডের রাজধানীতে, যেখানে গল্প মিলবে গানে, আলো মিশবে আবেগে। উৎসব শুরুর আগে ২৮ অক্টোবর রবীন্দ্র সদনে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন। মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ঠিক পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, হরনাথ চক্রবর্তী, শান্তনু বসু, কোয়েল মল্লিক, জুন মালিয়া এবং পোল্যান্ডের প্রতিনিধি জয়দীপ রায়। ৬ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় ধনধান্য অডিটোরিয়ামে হবে উদ্বোধনী প্রদর্শনী। প্রত্যেকে একবাক্যে বললেন “এ উৎসব আমাদের গর্ব।”

সূত্রের খবর, এবার মোট জমা পড়েছিল ১,৮২৭টি ছবি। ৩৯টি দেশের বাছাই করা ২১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবির সংখ্যা ১৮৫টি। অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের ৩০টি সিনেমা থাকছে। এছাড়াও ৩৫টি তথ্যচিত্র থাকছে। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার সিনেমাও থাকছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মোট ১৮টি ভারতীয় ভাষার ছবি দেখানো হবে। ৬ নভেম্বর বিকেল পাঁচটায় ধনধান্য স্টেডিয়ামে দেখানো হবে উদ্বোধনী সিনেমা ‘সপ্তপদী’। ইন্দ্রনীল সেন জানান, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের নতুন নাম রেখেছেন ‘গানে গানে সিনেমা’। বাংলার প্রথিতযশা সঙ্গীতশিল্পীরা উপস্থিত থাকবেন একেকদিন। ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর অবধি একতারা মঞ্চে বসবে এই গানের আসর। অর্থাৎ সিনেমার মাধ্যমে আবারও একসূত্রে বাঁধা পড়বে গোটা বিশ্ব।

কলকাতাবাসী তথা আপামর বাঙালির হৃদয়ে ‘সিনেমার উৎসব’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬ নভেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন এই উৎসবের জন্য। চলতি বছরের চলচ্চিত্র উৎসবে টলিউডের পাশাপাশি হাজির থাকবেন মুম্বই সিনে দুনিয়ার বহু সেলেবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *