আজ ৪২ডিগ্রি! তীব্র গরমে নাজেহাল বঙ্গ
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
কদিন ধরে শুনছি, সবাই বলছে খালি পায়ে ছাদে গিয়েছিলাম, তারপর নাকি নাচের স্টেপ শিখে ফিরে এসেছেন, ইত্যাদি ইত্যাদি।
সত্যিই এই গরমে সকলের নাজেহাল অবস্থা। তাছাড়া এবারের গরমটা অন্যরকম। কষ্ট বেশি হচ্ছে। আজ আবার ৪২ডিগ্রি! ভাবুন একবার, এই গরমে কৃষকদের কতটা কষ্ট হচ্ছে। মাঠের মাঝে দাবদাহের মধ্যেও কাজ করছেন। এক্কেবারে ঘেমেনেয়ে একাকার। তারপর, ফসলের দরদাম যতটা পাচ্ছেন তা নিয়ে একদমই সন্তুষ্ট নন।
তবে, অনেকে কাছে আবার গরম মানেই Summer Holiday Destination হয়ে ওঠে দার্জিলিং বা গ্যাংটক। শৈলশহরে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন কাঞ্চনজঙ্ঘার দিকে। ম্যালে আদ্যিকালের সেই বেঞ্চিতে বসে চায়ের পেয়ালায় চুমুক দেন, আর শীতল আবহাওয়া উপভোগ করেন।
যাইহোক আমরা মধ্যবিত্তদের রোদ-বৃষ্টি সবেতেই পথে বেরিয়ে কাজ করতে হয়। নিজেদের সুস্থ রাখতে হবে। তাই জল বেশি করে খান। আর ভবিষ্যতের কথা ভেবে দু-চারটে গাছ বসান।