পার্থকে বিকেল সাড়ে ৫টায় নিজাম প্যালেসে যেতে নির্দেশ, তার আগে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না: কোর্ট
রাজন্যা নিউজ ব্যুরো
এসএসসি নিয়োগ বিতর্কে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডাক। বিকেল সাড়ে ৫টায় তাঁকে হাজির হওয়ার কথা জানানো হয়েছে। ওই সময়ের আগে কোনভাবেই তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।
আবদুল গনি আনসারির করা মামলায় বলা হয়েছিল নবম শ্রেণির সহ শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতি হয়েছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিকেল সাড়ে পাঁচটায় হাজির হতে। তার আগে কোনভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না। জিজ্ঞাসাবাদ চলাকালীন প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে সিবিআই। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ হাইকোর্টের।
সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
collected pic