গঙ্গাসাগরে ৮৫ লাখ মানুষের সমাগম! অরূপের কথা শুনে চোখাচুখি
কল্যাণ অধিকারী গঙ্গাসাগর
গঙ্গাসাগর মেলায় বুধবার বিকাল ৩টা পর্যন্ত ৮৫ লাখ মানুষের সমাগম হয়েছে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য শুনে গুঞ্জন ছড়ালো। সত্যিই কি এত লক্ষ মানুষের সমাগম হয়েছে ? একদিন আগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছিলেন মোট ৩০ হাজার পুণ্যার্থী এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গঙ্গাসাগর সেতুর কথা বলেছেন তা পুরোটাই মিথ্যে সমস্তটাই ভোটের রাজনীতি, ভোট হয়ে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ললিপপ দেখাবে!
বুধবার বিকালে সাংবাদিক সম্মেলনে অরূপ বিশ্বাস বলেন, বুধবার বিকাল তিনটে পর্যন্ত ৮৫ লক্ষ মানুষের জনসমাগম হয়েছে সাগরে। এরপরেই কেন্দ্রকে নিশানা করে বলেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণেই জাতীয় মেলা ঘোষণা করছে না! কারণ বাংলায় এই মেলা হয়। আমাদের নেত্রী বলেছেন, এ বার সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার। আপনারা তো দেখছেন, লক্ষ-লক্ষ মানুষজন আসছেন। এত সুন্দর ব্যবস্থাপনা, মানুষজন সহজেই পৌঁছে যাচ্ছে। সাগরে স্নান সেরে পুজো দিচ্ছেন। তারপর ফিরে যাচ্ছেন। এরপর প্রশ্ন তোলেন, গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা না হলে, কোন মেলাকে জাতীয় মেলা বলা হবে?
গঙ্গাসাগর মেলায় নিয়ে বরাবরই উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্মীয় পীঠস্থানের আসতে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ফলে গঙ্গাসাগর সেতু নির্মাণ সময়ের অপেক্ষা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে গেলে আমি মানসিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলব। কারণ মেলাচলাকালীন আমি উদ্বিগ্ন থাকি। জলপথে পারাপার নিয়ে চিন্তা থেকে যায়। সেতু হয়ে গেলে কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসতে পারবে পুণ্যার্থীরা। মুড়িগঙ্গা নদীর উপর পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেন বিশিষ্ট এই সেতু তৈরি হবে। যার খরচ করা হবে প্রায় ১৭০০ কোটি টাকা।

