শারদোৎসবে পরিবেশ রক্ষায় জয়পুরে পথে নামলো পুলিশ ও পরিবেশপ্রেমি সংগঠন
কল্যাণ অধিকারী
পুজো হোক সবার, সুস্থ থাকুক পরিবেশ। করোনাকে জয় করে এগিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষা করতে প্ল্যাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। পুজোয় শব্দ তান্ডব রুখে বাঁচিয়ে রাখতে হবে পশু-পাখিদের জীবন। এমনি একগুচ্ছ দাবি নিয়ে জয়পুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে মিলিত ভাবে প্রচারে নামলো মাধবপুর পরিবেশ চেতনা সমিতি।
মহাষষ্ঠীর দিন বেলা এগারোটায় জয়পুর থানা থেকে পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে নিয়ে একটি পরিবেশমুখি র্যালি করা হয়। উদ্দেশ্য শারদোৎসবের দিনগুলিতে পরিবেশকে রক্ষা করা। জয়পুর থানা থেকে র্যালি বেরিয়ে পঞ্চানন রায় কলেজ, ফকিরদাস স্কুলের সামনে হয়ে ফিরে আসে। শারদোৎসবের দিনে পরিবেশ রক্ষায় মাধবপুর পরিবেশ চেতনা সমিতি এবং জয়পুর থানার মিলিত র্যালিতে উপস্থিত ছিলেন জয়িতা কুন্ডু, ছিলেন জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর ছাড়াও একাধিক পুলিশ আধিকারিক।
মাধবপুর পরিবেশ চেতনা সমিতির প্রধান জয়িতা কুন্ডুর কথায়, “এই সমাজকে সুস্থ রাখতে শব্দ দানব দূরে সরাতে হবে। সুস্থ হয়ে বাঁচব তখনি যখন ডিজে, শব্দবাজি ত্যাগ করা সম্ভব হবে। ডিজে বক্স ও শব্দবাজি বর্জন করলে পরিবেশের শব্দের তান্ডব রোখা যাবে। পাশাপাশি প্লাস্টিক, থার্মোকল ক্ষতিকর এসবের ব্যবহার বন্ধ করে, পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করা প্রয়োজন। এই করোনার দাপটে নিজেদের সুস্থ রাখতে মাস্কের সাপোর্ট দরকার। করোনা থেকে রক্ষা পেতে হলে মাস্ক পড়তে হবে এবং ভিড় থেকে দূরে থাকতে হবে।”
জয়পুর থানার ওসি তাপস কুমার নস্কর জানান, “শারদোৎসবের দিনগুলিতে পরিবেশ রক্ষায় আগেই পুজো কমিটিদের কাছে আবেদন জানিয়েছি। পাশপাশি বিভিন্ন মণ্ডপে গিয়ে মাস্ক ব্যবহার, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাইকিং করে বলা হচ্ছে।”

