ওঁরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক বাংলা কে নিয়ে ছিলিমিলি খেলতে দেব না তেখালিতে মমতা
কল্যাণ অধিকারী, নন্দীগ্রাম
হাইলাইটস
❏ দীর্ঘ বক্তৃতায় নাম নিলেন না শুভেন্দু বা অধিকারী পরিবারের।
❏ নন্দীগ্রাম আন্দোলন প্রথম থেকে সামলেছেন সভামঞ্চে জানালেন মমতা।
❏ ওঁরা যে ভুল করেছে ওঁদের ভুলে একদিন ওঁরা বুঝবে। এরজন্য আমার কোন দুঃখ নেই।
তাঁর দীর্ঘ বক্তৃতায় একবারের জন্যেও অধিকারী পরিবার বা শুভেন্দুর নাম নেননি। তবে দীর্ঘদিনের সম্পর্ক অধিকারী পরিবারের সঙ্গে। আবেগ জানিয়ে বললেন, কেউ আমাকে চোর বলেছে বলে আমি কাউকে চোর বলব না। আমি কাউকে খারাপ বলব ন। ওঁরা কি বলছে ওঁরা জানেনা। ওঁরা যে ভুল করেছে ওঁদের ভুলে একদিন ওঁরা বুঝবে। এরজন্য আমার কোন দুঃখ নেই। একদিন ছিল যা পেরেছি সবটাই দিয়েছি। এমন কিছু নেই যে দিতে পারিনি। সবটাই দিয়েছি। হয়তো এমন কিছু ছিল দেবার যা ধরে রাখতে পারিনি। দেবার মত ব্যাঙ্ক ছিল না। আমি চাই ওঁরা ভাল থাক, সুস্থ থাক। শতায়ু হোক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হোক। দয়া করে বাংলা কে নিয়ে ছিলিমিলি খেলতে আমি দেব না। এটা যেন মাথায় রাখা হয়।
অধিকারী পরিবারে দুটি সাংসদ, একজন বিধায়ক এছাড়াও একাধিক দায়িত্ব তাঁদের পরিবারের হাতে ছিল। মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে, বিধায়ক পদ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দু। তারপর কাঁথি পুরসভার সদ্য অপসারিত প্রশাসক তথা ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি সাংসদ শিশির অধিকারী এখনও তৃণমূলের সাংসদ। তবে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। এ দিনের সভামঞ্চে অধিকারী বাড়ির কেউ ছিলেন না। তাঁরা যে থাকবে না একদিন আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। মঞ্চ থেকে অধিকারী পরিবার সম্পর্কে সরাসরি আক্রমণ না করলেও বক্তৃতায় ঘুরেফিরে আসে শুভেন্দু প্রসঙ্গ। মমতা বলেন, রাজনীতির স্তর এখন লোভি-ভোগী-ত্যাগীদের হয়ে গেছে। কথাটি যে শুভেন্দু কে নিশানা করা হয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি কারও।
শুভেন্দু এদিন ছিলেন না জেলায়। শান্তিকুঞ্জে ছিলেন সাংসদ শিশির অধিকারী। রাত পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনি। তবে তিনি যে আর তৃণমূলের সভায় যাবেন না তা নিশ্চিত। নেত্রী জেলায় আসলে তাঁর পাশে দেখা যেত বর্ষিয়ান সাংসদ শিশির বাবুকে। হয়তো তাঁর প্রতি শ্রদ্ধা রেখে মমতাও অধিকারী পরিবার সম্পর্কে কোন মন্তব্য সরাসরি করেননি। তারপরও দলের কর্মীদের নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কে বোঝাতে নিজেকে তুলে ধরলেন। অন্যান্য নেতাদের নাম বললেও বললেন সাংসদ শিশির অধিকারী ও শুভেন্দুর কথা।