অস্ট্রেলিয়ার মাটিতে দর্পচূর্ণ করার কৃতিত্ব নবাগতদের মুকুটে

কল্যাণ অধিকারী

চার মেরে জয়সূচক রান আসতেই টিভির স্ক্রিনে দেখাচ্ছে ৩ উইকেটে জয় ভারতের। ততক্ষণে মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর সহ সতীর্থরা দৌড়াচ্ছে। চূড়ান্ত কঠিন পরীক্ষা ছিল ম্যাচ জেতানো। সেই কাজটা করেছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। ম্যাচ জেতানো ইনিংস খেলে আকাশের দিকে তাকিয়ে জেতার আনন্দ পিতাকে জানাচ্ছেন ঋষভ। ম্যাচের সেরা হয়ে বললেন ‘জীবনের সেরা মুহূর্ত’।

অস্ট্রেলিয়ার ৩২৮ রানের লক্ষ্য পার করে এই জয় কতটা লড়াই দিতে হয়েছে ততক্ষণে জেনে গিয়েছে আসমুদ্রহিমাচল। ২-১ রাহানেদের সিরিজ জয় স্ক্রিন বোর্ডে জ্বলজ্বল করছে। ম্যাচ ও সিরিজ জয়ের পর জাতীয় পতাকা হাতে গাব্বার মাঠে ঘুরে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় দল। গাব্বা টেস্টেও প্যাভিলিয়ন থেকে দর্শকের বিদ্বেষমূলক স্লোগান হজম করতে হয়েছে ভারতীয় খেলোয়াড়দের। আজ অন্য দৃশ্য ধরা পড়ল টিভি ক্যামেরায়। ঋষভ, শুভমান, পূজারা, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সহ পুরো টিম ইন্ডিয়া মাঠ ঘুরে জয়ের আনন্দ দর্শকদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন।

করোনা পরবর্তী সময় অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া। দীর্ঘ সময় ক্রিকেট ম্যাচ না হলেও আইপিএল খেলে অস্ট্রেলিয়ার বিমান ধরা ভারতীয় টিমের কাছে প্লাস পয়েন্ট ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের উজাড় করে দিয়ে সেটাই দেখাল নবাগতরা। অস্ট্রেলিয়ার মাটিতে দর্পচূর্ণ করার কৃতিত্ব আরও একবার উঠল নবাগতদের মুকুটে। গাব্বা টেস্ট দ্বিতীয় ইনিংসে ঋষভ অপরাজিত ৮৯, শুভমান ৯১ পূজারা ৫৬ ম্যাচ জিততে ইতিহাসের পাতায় উজ্বল হয়ে থাকবে।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *