দিল্লিতে বিস্ফোরণ বঙ্গ সফর বাতিল করে নিরাপত্তাজনিত বৈঠকে অমিত শাহ
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ বঙ্গ সফর বাতিল দিল্লিতে অমিত শাহ, পরিবর্তে ভাবনাচিন্তা চলছে
❏ ডুমুরজলায় মেগা সভা অনুষ্ঠিত হবে আশাবাদী রাজ্যের বিজেপি নেতারা
❏ রাজীব ব্যানার্জি, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর যোগদান পাকা
শুক্রবার রাত এগারোটা নাগাদ দমদম বিমানবন্দরের মাটি ছোবার কথা ছিল সেনাবাহিনীর বিশেষ বিমান। দু’দিনের বঙ্গ সফর শুরুতেই বিভ্রাট। আপাতত বাতিল করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র বঙ্গ সফর। তবে তিনি না আসলেও রবিবার হাওড়া ডুমুরজলার মেগা যোগদান সভা হচ্ছে। এমনটাই রাজ্য বিজেপি সূত্রে খবর।
তিনি না আসলেও তাঁর পরিবর্তে রাজ্যে কে আসবেন তা নিয়ে রাত অবধি জানা যায়নি। রবিবারের সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসতে চলেছেন। বিজেপি সভাপতি জে পি নাড্ডার আসারও কথা হাওয়ায় উড়ছে। ডুমুরজলা মেঘা যোগদান মঞ্চে তৃণমূলের একাধিক প্রাক্তন মন্ত্রীর দেখা মিলবে। ঠিক ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ’র হাত ধরে রাজীব ব্যানার্জির মতো নেতা বিজেপিতে যোগ দেবেন। দিল্লির বিস্ফোরণের জেরে বঙ্গ সফর বাতিল করা হয়েছে।
অমিত শাহ’র সফর বাতিল হওয়ার খবরে স্বস্তিতে তৃণমূল। তাঁদের দল ভাঙিয়ে দল বৃদ্ধিতে নেমেছেন শাহ। এই ঝটকায় কয়েকজন নাও যোগদান করতে পারেন। তবে বিজেপি সূত্রে জানা যাচ্ছে, একাধিক বিধায়ক, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েত প্রধান দল বদলে বিজেপিতে যোগ দেবেন। হেভিওয়েট নেতাদের মধ্যে রাজীব ব্যানার্জির নাম ভাসছে। নাম রয়েছে বহিস্কৃত বালির বিধায়িকা বৈশালী ডালমিয়া। হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। ডোমজুড় বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েত প্রধান যোগদান করবেন।
ছবি সোজন্যে সোশ্যাল মিডিয়া
গ্রাফিক রাজন্যা।