পর্যটকদের জন্যে স্বস্তির খবর, খড়গপুর-টাটা শাখায় গড়াল লোকাল ট্রেনের চাকা
কল্যাণ অধিকারী,কলকাতা
হাইলাইটস
❏ ঝাড়গ্রামে যাওয়া পর্যটকদের জন্য আশার খবর
❏ লোকাল ট্রেন চালু হল খড়গপুর-টাটা শাখায়
❏ প্রায় ১১ মাস পর লোকাল ট্রেনে চালু হওয়ায় স্বস্তি যাত্রীদের
ধুঁকতে থাকা ঝাড়গ্রাম জেলার পর্যটনে আশার আলো। দীর্ঘ ১১ মাস পর চালু হল দক্ষিণ-পূর্ব রেলের টাটা-খড়্গপুর শাখায় লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘদিন পরে লোকাল ট্রেন গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি সাধারণ মানুষ থেকে এই শাখায় যাত্রা করা নিত্যযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন শুরুর পর থেকে বন্ধ হয়েছিল এই শাখায় লোকাল ট্রেন পরিষেবা। গত ১৫ অক্টোবর টাটা-হাওড়া সুপার ফাস্ট স্টিল এক্সপ্রেস চালু হয়। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা বন্ধই ছিল। ফলে নিত্যযাত্রি থেকে সাধারণ মানুষ সমস্যায় ছিলেন। ঝাড়গ্রাম জেলার পর্যটন ব্যবস্থাও ধাক্কা খাচ্ছিল। লোকাল ট্রেন চালু হওয়ায় ঝাড়গ্রাম জেলায় পর্যটক আসা শুরু হবে।
যাত্রীদের কথায়, ঝাড়গ্রাম জেলায় অফুরান প্রাকৃতিক সৌন্দর্য থাকা স্বত্বেও লকডাউনের পর থেকে সেই অর্থে পর্যটক আসছিলেন না। তার মূল কারণ লোকাল ট্রেন চালু না হওয়া। নিজস্ব গাড়ি নিয়ে আসা ব্যায়বহুল। ফলে সমস্যায় পরেছিলেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। লোকাল ট্রেন চালু হওয়ায় আশার আলো ঝাড়গ্রাম জুড়ে।