সরস্বতী পুজোর রাতে বিজেপি রাজ্য সভাপতির কাটআউট ছেঁড়া হল জয়পুরে, হুংকার দিলেন যুব সভাপতি
কল্যাণ অধিকারী, হাওড়া
হাইলাইটস
❏ দিলীপ ঘোষের কাটআউট ছেঁড়ায় কাঠগড়ায় শাসক দল
❏ উত্তেজিত নেতা-কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন
❏ ‘শুধরে যাও’ হুঙ্কার দিলেন আমতা-১ মণ্ডলের যুব সভাপতি
শুধরে যান যদি না শোধরান তাহলে কিভাবে শোধরাতে হয় আমাদের জানা আছে আমরা কিন্তু শুধরে দেব’! আমতা-২ ব্লকের জয়পুর থানার কাঁকরোলে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতির কাটআউট ছিঁড়ে দেওয়ার ঘটনায় এভাবেই হুংকার দিলেন আমতা-১ মন্ডলের ভারতীয় যুব মোর্চার যুব সভাপতি সুকান্ত খাঁ (বান্টি)।
জানা গেছে আমতা-২ ব্লকের জয়পুর থানার কাঁকরোল গ্রামে সরস্বতী পুজোর রাতে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাটআউট ছিঁড়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হতেই চলে আসে এলাকার বিজেপি কর্মীরা। ঘটনায় তৃণমূল কে কাঠগড়ায় তুলে স্লোগান দিতে থাকে বিজেপি কার্যকর্তারা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে রাজ্য সভাপতির কাটআউট ছিঁড়েছে। রাজনৈতিক ভাবে লড়াইয়ে জিততে পারবে না বলে এমন কাজ করছে অভিযোগ তুলে আধ ঘন্টা ধরে চলে ঝিকিরা-আমতা সড়ক অবরোধ।
আমতা-১ মন্ডলের ভারতীয় যুব মোর্চার সভাপতি সুকান্ত খাঁ(বান্টি) জানান, ‘কাঁকরোল গ্রামের কাঠের কালী তলায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাটআউট লাগিয়েছিল ভারতীয় জনতা পার্টির হাওড়া জেলা গ্রামীণ কার্যকর্তারা। সরস্বতী পুজোর রাতে কাটআউট ছিঁড়ে দেওয়া হয়েছে। প্রকাশ্য দিবালোকে দিলীপ ঘোষের ছবি কেন একটা বিজেপির পতাকা ছিঁড়ে দিয়ে দেখাক তাহলে জানব দম আছে। রাতের অন্ধকারে ব্যানার ফেস্টুন ছিঁড়ে এসব নক্কারজনক ঘটনা ঘটিয়ে নিজেদের বীরত্ব দেখিয়ে লাভ নেই। শুধরে যান যদি না শোধরান তাহলে কিভাবে শোধরাতে হয় আমাদের জানা আছে আমরা কিন্তু শুধরে দেব’!
আমতা-ঝিকিরা সড়ক অবরোধের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন যুব মোর্চার সভাপতি সুকান্ত খাঁ(বান্টি)। অবরোধে আটকে বিরক্ত হওয়া সাধারণ যাত্রীরা শিষ্টাচার ও সৌজন্যবোধ দেখে সাধুবাদ জানান। যদিও তৃণমূল এর পক্ষ থেকে এ বিষয় নিয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি।

