জয়পুরে গাছে গাড়ির ধাক্কা, আশঙ্কাজনক চালক সহ মোট ২জন

কল্যাণ অধিকারী

সাত সকালে ফাঁকা রাস্তায় দুর্ঘটনায় আশঙ্কাজনক চালক সহ মোট ২জন। বৃহস্পতিবার হাওড়ার জয়পুরের সাবগাছতলার একটি স্কুলের কাছে গাড়িটি রাস্তার পাশের দুটি গাছে ধাক্কা মারে। আহতদের উলুবেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬’টার সময় জয়পুরের দিকে আসছিল একটি মিনি পিকআপ ভ্যান। সাবগাছতলা ব্রিজ পার করে ৫০০মিটার পার করে। তারপর একটি বাঁক ঘুরেই ডানদিকে রাস্তার ধারে নেমে গিয়ে গাছে সজোর ধাক্কা মারে। চালক সহ মোট দুজন গাড়িতেই আটকা পরে। খবর দেওয়া হয় জয়পুর থানায়। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছায়। আহতদের বের করে অমরাগরি বিবিধর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। রাস্তা থেকে গাড়িটি নিচে নেমে যাওয়ায় তুলে আনতে ঘন্টাখানেক সময় লাগে।

জয়পুর থানার ওসি অভিষেক রায় জানান, ‘চালক ঘুমচোখে গাড়ি চালানোর কারণে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। চালক সহ মোট দু’জনকে অমরাগড়ি বিবিধর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে উলুবেড়িয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক ও আরোহীদের বাড়ি কাশমলি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *