ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, নায়ক নেইমার
রাজন্যা নিউজ ব্যুরো
কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্ণামেন্ট শুরু করল ব্রাজিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল করলেন মার্কুইনহোস, নেইমার এবং গ্যাব্রিয়েল বারবোসা। ব্রাজিলের পরের ম্যাচ ১৭ তারিখ। পেরুর বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল।
প্রথমার্ধে ২৩ মিনিটের মাথায় নেইমারের নিখুঁত কর্নার থেকে গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোস। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ম্যাচের একদম শেষ লগ্নে ৮৯ মিনিটে গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেয় গ্যাব্রিয়েল বারবোসা। গোটা ম্যাচ জুড়ে সেইভাবে দাঁত ফোটাতে পারেনি ভেনেজুয়েলা। কোনঠাসা করে একপেশে জয় ছিনিয়ে নিল ব্রাজিল।
ইউরোতে রোনাল্ডো। আর কোপাতে মেসি-নেইমার। ফুটবল জ্বরে বাংলা ও বাঙালি। শুরু করে দিয়েছেন রাত জেগে ফুটবল খেলা দেখা। নেইমারের দল জেতায় খুশি হয়েছে ব্রাজিল ভক্তরা। সোমবার রাতে নামছে মেসি-র আর্জেন্টিনা। দীর্ঘদিন পর ফের দেশের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। এটি হয়তো মেসির সম্ভাব্য শেষ টুর্নামেন্ট (কোপা আমেরিকায়)!