দামোদরে ঝাঁপ দেওয়া ব্যক্তির দেহ ভেসে উঠলো ৭কিমি দূরে
কল্যাণ অধিকারী
সেহাগোড়ী-বাকসি ক্যানেলে ভেসে আসা একটি মৃতদেহ উদ্ধার করল জয়পুর থানার পুলিশ। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আমতা-২ ব্লকের সাবগাছতলার সাইফোন এলাকার ঘটনা। পরিচয় জানা যাচ্ছে উদয়নারায়ণপুর থানার কুমারচক গ্রামে মৃত যুবকের বাড়ি। নাম রতনা জানা। বয়স ৩২।
স্থানীয় সুত্রে জানা গেছে, জয়পুর থানার সাবগাছতলার সাইফোন এলাকায় দেহটি ভেসে আসে। এরপরেই জয়পুর থানায় বিষয়টি জানানো হলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। উদ্ধার করা হয় দেহটি। তবে দেহটি যে ওই ব্যক্তির তা প্রমাণ করতে পরিবারের লোকজনকে ডাকা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদয়নারায়ণপুর থানার গড় ভবানীপুর এলাকার ওই ব্যক্তি গত রবিবার দামোদর নদে মদ্যপ অবস্থায় নৌকা থেকে ঝাপ দেন। ঘটনার তদন্ত শুরু করে উদয়নারায়ণপুর থানার পুলিশ। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সেহাগোড়ী-বাকসি ক্যানেলে ভেসে ওঠে দেহটি। এরপরেই জয়পুর থানাযর পক্ষ থেকে দেহটি উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।