সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল, দেওয়া হল স্মারকলিপি

রাজন্যা নিউজ ব্যুরো

তুষার মেহতা ও শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ নিয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে অপসারণের দাবিতে তাঁর কাছে স্মারকলিপি জমা দেন।

সারদা ও নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কীভাবে সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন? এই প্রশ্ন তুলে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রীর পর সোমবার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন তৃণমূলের প্রতিনিধি দল। অবিলম্বে সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবি জানানো হয়েছে।

তৃণমূলের অভিযোগ গত বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে ১০ নম্বর আকবর রোডে তুষার মেহতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে কুড়ি মিনিট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। নারদ ও সারদা মামলায় অভিযুক্ত। মামলার বিচার প্রক্রিয়া চলছে। এমন একটি সময়ে সলিসিটর জেনারেলের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন প্রশ্ন তুলেছে তৃণমূল। বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে তুষার মেহতাকে তাঁর পদ থেকে সরানো হোক চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র।

ছবি সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *