অসমের ব্রহ্মপুত্র নদে নৌকা-ফেরি সংঘর্ষ, অনেকের নিখোঁজ হওয়ার আশঙ্কা
রাজন্যা নিউজ ব্যুরো
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের ব্রম্ব্রপুত্র নদে দুই নৌকার এক অপরের সঙ্গে ধাক্কায় বহু যাত্রীর নিখোঁজ হওয়ার আশঙ্কা। দুটি নোউকায় প্রায় শতাধিক যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ জোরহাট নিমতি ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে।
সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি নৌকাকে উল্টে যেতে দেখা যাচ্ছে। ঘটনার পরেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ টিম। আরও জানা যাচ্ছে, মাজুলি থেকে নিমতি ঘাটের দিকে আসছিল এবং ফেরিটি উল্টো পথে যাচ্ছিল। একে অপরের সঙ্গে সংঘর্ষ হলে একটি নৌকা ডুবে যায় বলে জানা যাচ্ছে। ধাক্কা লাগায় অনেক যাত্রী নদীতে পড়ে যান। ১ জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। নিখোঁজ বহু।
ছবি সংগৃহীত।