ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল
রাজন্যা নিউজ ব্যুরো
ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রার্থী হচ্ছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বিধানসভা ভোটে পরাজিত প্রার্থীর উপর ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রার্থীর নাম ঘোষণা হতেই শুরু হয়ে গিয়েছে লড়াইয়ের প্রস্তুতি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী মুখ প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেশায় একজন হাইকোর্টের আইনজীবী। একুশের নির্বাচনে দল তাঁকে এন্টালি কেন্দ্রে টিকিট দিয়েছিল। লড়াইয়ে পর্যুদস্ত হন তিনি। তৃণমূলের স্বর্ণকমল সাহার কাছে হারতে হয় ৫৮ হাজার ভোটে। হারলেও দলকে বড় উপহার এনে দিয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে জোরদার সওয়াল করেছিলেন। ডিভিশন বেঞ্চের নির্দেশ পেয়ে খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করছে সিবিআই। তারপর থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের নজরে চলে আসেন প্রিয়াঙ্কা। ভবানীপুর উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে শ্রীজীব বিশ্বাসকে। তিনিও আইনজীবী। কংগ্রেস প্রার্থী দেবে না ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।