সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশের বড় সাফল্য, গ্রেপ্তার ৬ জঙ্গি
রাজন্যা নিউজ ব্যুরো
সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ বড় সাফল্য। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্পেশাল সেল মোট ছয়জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ধৃত জঙ্গিরা আইএসআই এবং আন্ডারওয়ার্ল্ড মডিউলের সঙ্গে যুক্ত।
সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ জানায়, গ্রেফতারকৃত জঙ্গিরা সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। এই সন্ত্রাসীরা বিস্ফোরণের পরিকল্পনা করছিল। ধৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে একই সাথে একাধিক রাজ্যে অভিযান চালানো হয়েছিল। গ্রেপ্তার হয়েছেন মুম্বাইয়ের জান মোহাম্মদ শেখ, দিল্লির ওসামা, রায়বেরেলির মূলচাঁদ , প্রয়াগরাজ এর জীশান কামার, বাহরাইচের মোহাম্মদ আবুবকর এবং লখনউয়ের মোহাম্মদ আমির জাভেদ। তারা মাস্কাটের মাধ্যমে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণের জন্য এবং এর পরে তারা ভারতে স্লিপার সেল হিসেবে কাজ করছিল।
ধৃত জঙ্গিরা আসন্ন উৎসবের মরসুমে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল এমনটাই দাবি পুলিশের।
ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।