উদয়নারায়ণপুর ঘোড়াদহ বাসস্ট্যান্ডে সিপিএম ও বিজেপি ছেড়ে হাজারো কর্মীর তৃণমূলে যোগদান

কল্যাণ অধিকারী

উদয়নারায়ণপুর ব্লকের কানপুরে বৃহস্পতিবার ছিল তৃণমূলের প্রতিবাদ সভা। এই সভা কার্যত যোগদান সভায় পরিণত হল। হাজারো বিজেপি ও সিপিএমের কর্মীরা দলে দলে বিধায়ক সমীর পাঁজার হাত ধরে তৃণমূলে যোগদান করলেন।

মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূল। গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার কানপুর অঞ্চলের ঘোড়াদহ বাসস্ট্যান্ডে মঞ্চ বেঁধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক সমীর পাঁজা। মঞ্চ থেকেই কেন্দ্রে বিজেপি সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদ জানানো হয়। যেভাবে পেট্রোল-ডিজেল, গ্যাস সহ সরষের তেলের দাম বাড়ছে তার তীব্র প্রতিবাদ করা হয়। মোদী সরকারের নীতির ব্যর্থতায় বন্ধ হচ্ছে কারখানা। কৃষকরা দিল্লির রাজপথে হন্যে দিচ্ছে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল।

এই প্রতিবাদ সভায় তৃণমূলে যোগ দেন বিরোধী দলের হাজারো কর্মী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়া তৃণমূল নেতা সমীরণ ঘোষ সহ বহু বিজেপি এবং সিপিএমের হাজারো কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। সকলের হাতে পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

ছবি সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *