২৭শে সেপ্টেম্বর ‘ভারত বনধ’ এর সমর্থনে বাগনান, আজানগাছি ও কাশমলি বাজারে প্রচারে SUCI
রাজন্যা নিউজ
সংযুক্ত কিষান মোর্চার” ডাকে ২৭শে সেপ্টেম্বর ‘ভারত বনধ’ সর্বাত্মকভাবে সফল করতে প্রচারে নামলেন এসইউসিআই কমিউনিস্ট দলের কর্মী ও সমর্থকরা। বুধবার সন্ধ্যায় পক্ষ থেকে প্রচার করা হল আমতা-২ ব্লকের আজানগাছি ও কাশমলি বাজারে।
বৃহৎ পুঁজির স্বার্থরক্ষাকারী, কৃষক-বিরোধী তিনটি কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল এবং কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসঙ্গত করার দাবিতে “সংযুক্ত কিষান মোর্চার” ডাকে ২৭শে সেপ্টেম্বর ‘সারা ভারত বনধ’ এর ডাক দেওয়া হয়েছে। ওই বনধের সমর্থনে আজানগাছি ও কাশমলি বাজারে বুধবার সন্ধ্যায় প্রচার চালালেন এসইউসিআই।
জানা গেছে, বাগনান লোকাল কমিটির উদ্যোগে- বাগনান আজানগাছি ও কাশমলি বাজারে প্রচার সভা সংঘটিত হয়। প্রচার সভায় বক্তারা বলেন, ‘কৃষিকে একচেটিয়া পুঁজির হাতে তুলে দেওয়া ও বেসরকারিকরণের অর্থ ইতিমধ্যে কৃষকরা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। বীজ, সার, কীটনাশক, সেচের জল ও বিদ্যুতের ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলোর ঘৃন্য ভূমিকা তারা প্রত্যক্ষ করেছেন। এর ফলে কৃষকের ঘরে বিপুল ঋণের বোঝা চেপেছে এবং তাদের আত্মহত্যার পথে ঠেলে দেওয়া হয়েছে। কৃষকরা এটা উপলব্ধি করেছেন, পূর্বতন কংগ্রেস সরকারের পথ অনুসরণ করে চলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। তাদের বৃহৎ পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী নীতি শ্রমিক, মহিলা, ছাত্র-যুবক সহ সর্বস্তরের সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই কারণেই আজ কৃষকরা বিজেপি সরকারের এই ঘৃণ্য নীতি প্রতিহত করতে বদ্ধপরিকর’।