মুম্বই পাড়ি দিলেন মমতা, দেশের নজর সেদিকেই

রাজন্যা নিউজ ব্যুরো

মঙ্গলবার দুপুরের বিমানে মুম্বই উড়ে গেলেন মমতা। তাঁর মুম্বই সফরের দিকে তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও দেখা করবেন তিনি এমনটাই সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে।

রাতের বিমানে মুম্বই পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের স্বাগত জানাতে প্রস্তুত মুম্বই। বহু এলাকায় ছবি লাগানো হয়েছে। আজ মুম্বইয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে দেশের তাবড় তাবড় শিল্পপতির কাছে বাংলার কথা তুলবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শরীর ঠিক না থাকায় তাঁর সঙ্গে কারো দেখা করা মানা এমনটাই জানিয়েছেন মমতা। তবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দেখা করতে আসবেন উদ্ধব-পুত্র আদিত্য এবং সঞ্জয় রাউত। এছাড়া বুধবার এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও দেখা করবেন এমনটা জানা যাচ্ছে।

মমতার এই সফরের দিকে নজর দেশের রাজনৈতিক মহলের। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। চব্বিশের নির্বাচনের আগে যা অনেকটাই তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *