‘মা’ প্রকল্পে আর্থিক অনিয়ম! রাজ্যপালের নিশানা পাল্টা অর্থ প্রতিমন্ত্রী

রাজন্যা নিউজ ব্যুরো

রাজ্য প্রশাসনের বিভিন্ন বিষয় প্রশ্ন তুলেছেন তিনি। ‘বিধানসভার অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করছেন এমনটাও অভিযোগ এসেছিল তাঁর বিরুদ্ধে। এ বার রাজ্য সরকারের ‘মা’ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব আবারও প্রকাশ্য।

গত বিধানসভা ভোটের আগে বাজেটে চমক ছিল ‘মাতৃবন্দনা’ ও ‘মা’ প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বাজেট বক্তৃতায় ‘মা’ প্রকল্প নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘অত্যন্ত দুঃস্থ মানুষ যেন দুবেলা খেতে পায়, সে জন্য ‘মা’ নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পের অধীনে কমন কিচেন (রান্না করা খাবার) দেওয়া হবে। এরপরেই বিভিন্ন জায়গায় স্বল্পমূল্যে কমন কিচেন চালু করা হয়।’ বহু মানুষ রান্না করা খাবার খেয়ে আসছেন। এবার ওই প্রকল্পে ১০০ কোটি টাকা বরাদ্দ করা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। তাঁর প্রশ্ন, রাজ্যের গরিব মানুষ ডিম-ভাত খাচ্ছেন, রাজ্যপালের গায়ে লাগছে কেন? চন্দ্রিমা আরও জানিয়েছেন রাজ্যপালের কথায় বন্ধ হবে না। এমনটাই সংবাদসংস্থা সূত্রে খবর।

পুরসভা ভোটের একদিন আগে রাজ্যপালের টুইট নিয়ে শুরু হয়েছে চর্চা। তৃণমূলের একাংশের কথায়, উনি দেখছেন কিভাবে বিপর্যস্ত করা যায় মানুষের সমর্থনে গড়া সরকারকে। গরিব মানুষের পাশে সরকার রয়েছে। আগামীদিনেও থাকবে।

ছবি সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *